Tuesday 12 September 2017

মুক্ত বাংলাঃ-কাজিপুরে তিন গ্রামের দুই শতাধিক পরিবারের ঘরবাড়ি যমুনা গর্ভে!



বন্যা আর ভাঙন একসঙ্গে চলছে কাজিপুরে। নদীতীর সংরক্ষণ প্রকল্পের কাজ চলমান থাকলেও এর বাইরের এলাকাগুলো ভাঙনের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে।
 
গত ক’দিনের ভাঙনে সিরাজগঞ্জের কাজিপুরের নদীতীর সংরক্ষণ প্রকল্পের বাইরে মাছুয়াকান্দি, উত্তর রেহাইশুড়িবেড় ও বিল সুন্দর সহ নাটুয়ারপাড়া নৌ-ঘাটের যাত্রীছাউনি নদীগর্ভে বিলীন হয়েছে। শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট অন্যত্র সরিয়ে নিয়েছে।  ভাঙনের শিকার হচ্ছে উঠতি ফসলি জমি, সবজিক্ষেত, গাছের বাগান।
 
নাটুয়ারপাড়া ইউনিয়নের সাবেক সদস্য বেলাল হোসেন, আবুল কালাম আজাদ কমল জানান, ভাঙনের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন। ঐ ইউনিয়নের চেয়ারম্যান হাজী আব্দুল মান্নান চাঁন বলেন, বন্যার সময় এই ভাঙনের শিকার চরটিতে প্রায় যুগ আগে থেকে মানুষজন তাদের বসতি গড়ে তোলে। এখনকার ভাঙনের ফলে তারা চরম ক্ষতির মুখে পড়েছে।

এখানেই শেষ নয়, ভাঙনকবলিত কাজিপুর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়ন যমুনা নদীর বুকে জেগে ওঠা চরাঞ্চল। বাকি ৬টি ইউনিয়নের মধ্যে মাইজবাড়ি, কাজিপুর সদর ও শুভগাছা, গান্ধাইল  ইউনিয়নের অংশবিশেষ যমুনার ভাঙনের শিকার।

No comments:

Post a Comment

অজ্ঞান পার্টির খপ্পরে কাজিপুরের ইজিবাইক চালক

                                       সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অনিক বাবু (২০) নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান করে মোবাইল ফোন ও বাইক...