Thursday 13 July 2017

মুক্ত বাংলাঃ- কাজিপুরে যমুনা নদীগর্ভে শিক্ষা প্রতিষ্ঠান,বন্যায় নতুন নতুন এলাকা প্লাবিত।

 সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত বৃহস্পতিবার পর্যন্ত কাজিপুর পয়েন্টে যমুনা বিপদসীমার ৬০ সেমি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নতুন নতুন গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে। শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বন্যায় উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ হয়ে গেছে। কৃষি সূত্রে জানা গেছে, ২ হাজার একশ হেক্টর পাট খেত বন্যায় তুলিয়ে গেছে।

এদিকে উপজেলা প্রশাসনের হঠকারিতায় নাটুয়ারপাড়া ইউনিয়নের ফুলজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবনটি গতকাল যমুনায় বিলিন হয়ে গেছে। উপজেলার বগার মোড় এলাকায় ওয়াপদা বাধ চরম হুমকীর মুখে রয়েছে। স্থাণীয়রা জানিয়েছে, এই স্থানটি প্রচন্ড ভাঙন ঝুঁকিতে রয়েছে। এদিকে উপজেলা প্রশাসন বন্যার্তদের মাঝে ত্রাণ তৎপরতা শুরু করেছে।

No comments:

Post a Comment

অজ্ঞান পার্টির খপ্পরে কাজিপুরের ইজিবাইক চালক

                                       সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অনিক বাবু (২০) নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান করে মোবাইল ফোন ও বাইক...