আগস্ট মাসে জন্মদিন উপলক্ষে কেঁক কাঁটা থেকে বিরত থাকার আহ্বান জানালেন ক্যাপ্টেন মুনসুর আলীর উত্তরসূরি, উত্তরবঙ্গের সিংহ পুরুষ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সুযোগ্য সন্তান, সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের সাবেক সাংসদ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক-লীগের সহ-সভাপতি প্রকৌশলী তানভির শাকিল জয়। ১৯৭৪ সালের ১লা আগস্ট জাতীয় নেতা ক্যাপ্টেন মুনসুর আলীর সন্তান মোহাম্মদ নাসিম ও লায়লা আঞ্জমান বানু বীথির ঘরে জন্মগ্রহন তানভীর শাকিল জয়। তিন ভাই এর মধ্যে তিনিই বড়।
তিনি ১লা আগস্টের শোকের মাসে জন্মদিন পালন করা থেকে বিরত থাকার জন্য তার শুভাকাক্ষী ও দলের বিভিন্ন নেতাকর্মীদের নিষেধ করেছেন।
তিনি মুঠোফোনে জানান, শোকের আগস্ট মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী, জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার বর্বরোচিত গ্রেনেড হামলার ১৩ম বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী-লীগ ও অন্যান্য সংগঠন। এসব কর্মসূচির মধ্য দিয়ে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে আরও ভালোভাবে জানবে, জাতির জনকের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে সেটা নিজেদের জীবনে বাস্তবায়ন করবে। ১লা আগস্টে জন্মদিন পালন না কওে দলীয় কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেয়া হয়েছে বলে তিনি জানান। এসময় তিনি দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন।
নতুন প্রজন্মের নেতৃত্বের তানভীর শাকিল জয় তাঁর এলাকার সর্বস্তরের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় একটি নাম। তিনি ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-(১) কাজিপুর থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তারপর দীর্ঘ পাঁচ বছর নিজের নির্বাচিত এলাকার উন্নয়নে, এলাকার মানুষের সুখ-দুখে নিরালস পরিশ্রম করে যাচ্ছেন।
তিনি পিতামহ জাতীয় নেতা শহীদ এম মনসুর আলী ও পিতা মোহাম্মদ নাসিমের পদাঙ্ক অনুসরণ করে কাজিপুরের নদীভাঙ্গা দুখী মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি দাদা জাতীয় নেতা শহীদ এম মনসুর আলী ও পিতা জাতীয় রাজনীতিবিদ মোহাম্মদ নাসিমের ধারাবাহিকতায় নিজেকে রাজনীতির মাধ্যমে জনবসেবায় নিজেকে নিয়োজিত করেছেন।
২০০৭ সালের ১১জানুয়ারি সেনা সমর্থিত ফকরুদ্দিন সরকার ক্ষমতায় এসে মোহাম্মদ নাসিম সহ দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দকে গ্রেফতার করে বিভিন্ন কারাগারে অন্তরীণ রাখে। সে সময় কাশিমপুর কারাগারে মোহাম্মদ নাসিম স্ট্রোক করেন। মূলত তখনই তানভীর শাকিল জয়কে জনসমুখে আসতে হয়। পিতার বিদেশে উন্নত চিকিৎসার জন্য রাজনীতির বিপক্ষে দাঁড়ানো সেনা সমর্থিত সেই সরকারের সঙ্গে লড়তে হয়েছে তাঁকে। ভীষণ প্রতিকুল পরিস্থিতির মোকাবেলা করে তিনি পিতাকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নিয়ে যেতে সক্ষম হন।
মোহাম্মদ নাসিম সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় দেশে ২০০৮ সালের সংসদ নির্বাচনের আয়োজন শুরু হয়। সেখানেও নানা বৈরি পরিস্থিতির মোকাবেলা করে মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে যান তরুণ এই রািজনীতিবীদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।
তানভীর শাকিল জয় ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল থেকে স্টার মার্কসহ প্রথম বিভাগে এস,এস,সি এবং ঢাকা কলেজ থেকে স্টার মার্কসহ প্রথম বিভাগে এইচ,এস,সি পাশ করেন। তারপর তিনি আমেরিকায় ভার্জিনিয়ার বিখ্যাত জর্জ ম্যাশন ইউনিভার্সিটি থেকে ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ার বিষয়ে বি,এস,সি ডিগ্রি অর্জন করেন।
তানভীর শাকিল জয় ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডঃ মোহাম্মদ শফি চৌধুরীর কন্যা সাবরিনা সুলতানা চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে স্ত্রী সাবরিনা সুলতানা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক। এই দম্পতি ‘তাপসী জয় (প্রথমা)’ নামক এককন্যা সন্তানের জনক-জননী।
No comments:
Post a Comment