![]() |
শনিবার ভোর রাতে কাজীপুর-সিরাজগঞ্জ সড়কের সোনামুখীতে এই দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল হামিদ ও কাজীপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার লিয়াকত আলী জানান, শনিবার ভোর রাতে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি থেকে সুমন এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো-ব, ১৪-৮৮১১) কাজীপুর সিরাজগঞ্জ বিকল্প সড়ক হয়ে মুন্সীগঞ্জ যাচ্ছিলো। বাসটি ওই সড়কের সোনামুখী কনসোর্টিয়াম নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজারসহ ২ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়। প্রত্যক্ষদর্শী এক যাত্রী জানান, সোনামুখী বাজার পার হয়েই চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। কাজীপুর উপজেলার নির্বাহী অফিসার শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কাজীপুর থানার ওসি (তদন্ত) তসলিম উদ্দিন জানান, বাস নিয়ন্ত্রন হারিয়ে ২ জন নিহত হয়েছে। এদের মধ্যে একজন বাসের সুপারভাইজার রয়েছেন। লাশ সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
রিপটঃ- আবদুল জলিল স্যার
মুক্ত বাংলা পেইজ লিংকঃ-https://www.facebook.com/muktobangla.kazipur
No comments:
Post a Comment