সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ‘সচেতন নাগরিক সমাজ’ এর কমিটি গঠন করা হয়েছে। নির্বাচিত হলেন-
*একেএম ফজলুল হক মনোয়ার (সভাপতি)
*সাইফুল ইসলাম পলাশী
(সহসভাপতি)
*আলমাহমুদ সরকার জুয়েল
(সাধারণ সম্পাদক)
*টি এম কামাল
(সাংগঠনিক সম্পাদক)
*শফিকুল ইসলাম
(প্রচার সম্পাদক)
*মিজানুর রহমান
(দপ্তর সম্পাদক)
*আব্দুর রাজ্জাক
(অর্থ সম্পাদক)
এরপর কাজীপুরের উন্নয়নে কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নেন সংগঠনের সদস্য কৌমুদ সম্পাদক রফিকুল ইসলাম, কবি শাহ আলম, অধ্যক্ষ মিজানুর রহমান, কৃষিবিদ আব্দুর রাজ্জাক, প্রভাষক ও সাংবাদিক আবদুল জলিল, কাজীপুরের ইতিহাস বইয়ের লেখক আল মাহমুদ সরকার জুয়েল , শফিক শাওন, আব্দুল লতিফ মির্জা, মুক্ত বাংলার সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন,সাংবাদিক টিএম কামাল,এনজিওর জহুরুল ইসলাম প্রমূখ।
"মুক্ত বাংলার পক্ষ থেকে কমিটির সম্মানিত সকল সদস্যকে অভিনন্দন"
No comments:
Post a Comment