Thursday, 13 July 2017

মুক্ত বাংলাঃ-কাজিপুর উপজেলায় ‘সচেতন নাগরিক সমাজ’ এর কার্যক্রম শুরু গঠন হয়েছে কমিটি।




 
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ‘সচেতন নাগরিক সমাজ’ এর কমিটি গঠন করা হয়েছে। নির্বাচিত হলেন-
*একেএম ফজলুল হক মনোয়ার (সভাপতি)
 *
সাইফুল ইসলাম পলাশী
(সহসভাপতি) 

*আলমাহমুদ সরকার জুয়েল
(সাধারণ সম্পাদক)
 *
টি এম কামাল
(সাংগঠনিক সম্পাদক)
*
শফিকুল ইসলাম
(প্রচার সম্পাদক)
  *
মিজানুর রহমান
(দপ্তর সম্পাদক)
 *
আব্দুর রাজ্জাক
(অর্থ সম্পাদক)

 
 
এর আগে গতকাল বুধবার উপজেলার সোনামুখী অনুশীলন একাডেমির হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফজলুল হক মনোয়ার। সভায় সংগঠনের লক্ষ ও উদ্দেশ্য বিষয়ে মূল আলোচক ছিলেন সমাজসেবক সাইফুল ইসলাম পলাশী।
এরপর কাজীপুরের উন্নয়নে কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে আলোচ
নায় অংশ নেন সংগঠনের সদস্য কৌমুদ সম্পাদক রফিকুল ইসলাম, কবি শাহ আলম, অধ্যক্ষ মিজানুর রহমান, কৃষিবিদ আব্দুর রাজ্জাক, প্রভাষক ও সাংবাদিক আবদুল জলিল, কাজীপুরের ইতিহাস বইয়ের লেখক আল মাহমুদ সরকার জুয়েল , শফিক শাওন, আব্দুল লতিফ মির্জা, মুক্ত বাংলার সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন,সাংবাদিক টিএম কামাল,এনজিওর জহুরুল ইসলাম প্রমূখ।



"মুক্ত বাংলার পক্ষ থেকে কমিটির সম্মানিত সকল সদস্যকে অভিনন্দন" 

No comments:

Post a Comment

অজ্ঞান পার্টির খপ্পরে কাজিপুরের ইজিবাইক চালক

                                       সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অনিক বাবু (২০) নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান করে মোবাইল ফোন ও বাইক...