Thursday 13 July 2017

মুক্ত বাংলাঃ-কাজিপুর সদর ইউনিয়নের ৩নং স্পারের ধ্বসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন প্রকৌশলী তানভীর শাকিল জয়।

সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার কাজিপুর সদর ইউনিয়নে ৩ স্পার ধ্বসে/বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেন সাবেক জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় সাহেব । এ সময় ইউএনও জনাব মো: শফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান  জনাব মো: মোজাম্মেল হক সরকার, উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক জনাব খলিলুর রহমান সিরাজী সহ নেতৃবৃন্দ, পিআইও জনাব মো: শাহ আলম মোল্লা, উপ সহকারী প্রকৌশলী এস্এম অাবু মেতালেব, ইউপি চেয়ারম্যান জনাব,টি এম আতিকুর রহমান নান্নু মাষ্টার সহ ইউপি সদস্যগণ  উপস্থিত ছিলেন ।। গত ১১ জুলাই রাতে স্পারটির ২০০মি: অংশ নদীতে ধ্বসে পড়ে। ১০টি পরিবার গৃহহীন হয়। গৃহহীনদের মাঝে ১০ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়। ইউএনও জনাব মো: শফিকুল ইসলাম ১১ জুলাই তারিখে ধ্বসে যাওয়া স্পার ও বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। ৩০০জনের অনুকূলে  ১০কেজি করে চাল সহায়তা প্রদান করা হয়।

No comments:

Post a Comment

অজ্ঞান পার্টির খপ্পরে কাজিপুরের ইজিবাইক চালক

                                       সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অনিক বাবু (২০) নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান করে মোবাইল ফোন ও বাইক...