প্রকৌশলী সাখাওয়াত হোসেন এর জন্মদিন উপলক্ষে কাজিপুরের গান্ধাইলের
মুজিব পাড়া দূঃস্থ কল্যাণ ট্রাস্ট এর আয়োজনে আজ দুপুরে দোয়া মাহফিলের আয়োজন করে প্রতিষ্ঠানটির পরিচালনা কমেটি। উক্ত দোয়া মাহফিলে প্রকৌশলী সাখাওয়াত হোসেনের দীর্ঘায়ু এবং সুবিধাবঞ্চিত মানুষের সেবায় যেভাবে কাজ করছেন ভবিষ্যতেও এই ধারাবাহিকতা যেন ধরে রাখতে পারেন সেই কামনা করা হয়।
এ প্রসঙ্গে মুজিবপাড়া দুঃস্থ কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক রাজু মুক্ত
বাংলা কে জানিয়েছেন প্রকৌশলী সাখাওয়াত হোসেন আমাদের কাজিপুরের অন্যতম
গর্ব,তাঁর জন্মদিন আমরা এর আগেও পালন করেছি। বিগত দুই বছর ধরে আমরা তাঁর
জন্মদিন পালন করতে পেরে আনন্দিত।আগামীতেও আমরা এই বিশেষ দিনে দোয়া মাহফিল
আয়োজন করব।
দোয়ামাহফিল শেষে এতিম ও অসহায় এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে প্রকৌশলী সাখাওয়াত হোসেন দুপুরের খাবার শেষ করেন।
উল্লেখ্য এই মাসের প্রথম দিকে প্রকৌশলী সাখাওয়াত সাহেবের জন্মদিন পালনের ঘোষনা দেন "মুজিব পাড়া দূঃস্থ কল্যাণ ট্রাস্ট"
বিগত দুই বছরের ন্যায় এ বছর ও মজিব পাড়া দূঃস্থ কল্যাণ ট্রাস্টের শীর্ষ পর্যায়ের সদস্য মোঃ রাজু,শাহ আলম ও ছালাম এর উদ্দ্যোগে ২২ জুলাই প্রকৌশলী সাখাওয়াত সাহেবের শুভ জন্মদিন পালন করবে এমনটিই জানিয়েছিলেন মুক্ত বাংলাকে।
প্রকৌশলী সাখাওয়াত হোসেন প্রতি বছর "Voice of Kazipur"এর ব্যানারে কাজিপুরের অসহায় গরীব দুঃখী মানুষেদের সাহায্য করে আসছে। গরীবের প্রতি এই ভালোবাসা কে সম্মান জানাতেই এই জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করছে মুজিব পাড়া দূঃস্থ কল্যাণ ট্রাস্ট।
ছবিসহ তথ্য সংগ্রহ করেন মুক্ত বাংলা প্রতিনিধি এস কে শিপন।
দোয়ামাহফিল শেষে এতিম ও অসহায় এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে প্রকৌশলী সাখাওয়াত হোসেন দুপুরের খাবার শেষ করেন।
উল্লেখ্য এই মাসের প্রথম দিকে প্রকৌশলী সাখাওয়াত সাহেবের জন্মদিন পালনের ঘোষনা দেন "মুজিব পাড়া দূঃস্থ কল্যাণ ট্রাস্ট"
বিগত দুই বছরের ন্যায় এ বছর ও মজিব পাড়া দূঃস্থ কল্যাণ ট্রাস্টের শীর্ষ পর্যায়ের সদস্য মোঃ রাজু,শাহ আলম ও ছালাম এর উদ্দ্যোগে ২২ জুলাই প্রকৌশলী সাখাওয়াত সাহেবের শুভ জন্মদিন পালন করবে এমনটিই জানিয়েছিলেন মুক্ত বাংলাকে।
প্রকৌশলী সাখাওয়াত হোসেন প্রতি বছর "Voice of Kazipur"এর ব্যানারে কাজিপুরের অসহায় গরীব দুঃখী মানুষেদের সাহায্য করে আসছে। গরীবের প্রতি এই ভালোবাসা কে সম্মান জানাতেই এই জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করছে মুজিব পাড়া দূঃস্থ কল্যাণ ট্রাস্ট।
ছবিসহ তথ্য সংগ্রহ করেন মুক্ত বাংলা প্রতিনিধি এস কে শিপন।
No comments:
Post a Comment