সিরাজগঞ্জের কাজীপুরের নাটুয়ারপাড়ায় চোর সন্দেহে গণপিটুনিতে উজ্জ্বল হোসেন (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতের কোন এক সময়ে কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া চরে এ ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল হোসেন উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের চর নালিপাড়া গ্রামের আজগর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উজ্জ্বল হোসেন নামে ওই যুবক ভবঘুরে ছিলেন। এলাকার বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকতেন। কিছুদিন আগে সে এলাকায় একজনকে ছুরিকাঘাত করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। পরবর্তীতে সে জেলহাজত থেকে জামিনে মুক্ত হয়ে বের হন। এ রকম অসংখ্য অপরাধে জড়িয়ে পড়েছিলেন ওই যুবক। বৃহস্পতিবার রাতে নাটুয়ারপাড়া চর এলাকায় উজ্জ্বল চুরি করতে গেলে আশপাশের লোকজন গণপিটুনি দিয়ে ওই যুবককে হত্যা। পরে হাত পা বেঁধে ভ্যানযোগে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির দুইশ গজ এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।
নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির (ওসি) বিমল চন্দ্র এ তথ্য নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে আমাদের ধারণা ওই যুবক ভবঘুরে ও মাদকাসক্ত। ওই যুবক কোথায় চুরির চেষ্টা করেছে বা কারা তাকে পিটিয়ে হত্যা করে তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে গণপিটুনি দিয়ে তার হাত-পা ভেঙে দেয়া হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন অংশে ছুরিরও আঘাত রয়েছে।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মৃতদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য শুক্রবার দুপুরে তার মৃতদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হবে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।