সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেছেন শিক্ষা জয়ে আ.লীগ দ্রুত কাজ করছে। এ কারণে দেশে শিক্ষিত লোকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যা আগামীর উন্নত দেশ গড়তে আমাদের প্রয়োজন।
তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থী ঝড়ে পড়ারোধে উপবৃত্তি প্রদান, বিনামূল্যে বই প্রদান সহ উন্নত পরিবেশে লেখাপড়া নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে। আর এর অংশ হিসাবেই কাজীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে।
গত বৃহস্পতিবার রাতে কাজীপুরের গান্ধাইল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত তিনতলা ভবনের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জয় উপরোক্ত কথাগুলো বলেন।
বিদ্যালয়ের সভাপতি এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেতা আলহাজ্ব শাহ আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকতা শফিকুল ইসলাম, উপজেলা ইঞ্জিনিয়ার বাবলু মিয়া, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক খলিলুর রহমান, গান্ধাইল ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম, আ,লীগ নেতা শহিদ সরোয়ার, যুবলীগ নেতা হায়দার আলী, সাংবাদিক শাহজাহান আলী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কাজীপুর শাখার সাধারন সম্পাদক বিশিষ্ট সঙ্গীত পরিচালক আমস-ই-ইলাহী অনু, প্রমূখ বক্তব্য রাখেন। এরপর একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে সঙ্গীত পরিবেশন করেন প্রভাষক ও সাংবাদিক আব্দুল জলিল, বিশেষ অতিথি আলহাজ্ব শাহ আলম, রাশেদ মিয়া, মুকুল, সুইটি, মিনাসহ স্থাণীয় শিল্পীগণ
সূত্রঃ- যমুনাবার্তা নিউজ
No comments:
Post a Comment