সিরাজগঞ্জের কাজিপুরে ১৫টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এগুলো হলো-আলমপুর চৌরাস্তা পবিত্র কুমার তরফদারের বাড়ীতে পৌর সার্বজনীন দুর্গা মন্দির, পরিমল কুমার তরফদারের বাড়ীতে সার্বজনীন দৃর্গা মন্দির, হালদার পাড়া পৌর সার্বজনীন দুর্গা মন্দির, খুদবান্দি সার্বজনীন দুর্গা মন্দির, মেঘাই সার্বজনীন দুর্গা মন্দির, কুককুনিয়া সার্বজনীন দুর্গা মন্দির, সোনামুখী শ্রী-শ্রী দুর্গা মাতা মন্দির, গুর্জিয়া সার্বজনীন দুর্গা মন্দির, চরকাদহ দক্ষিণ পাড়া সার্বজনীন দুর্গা মন্দির, চরকাদহ উত্তর পাড়া সার্বজনীন দুর্গা মন্দির, হরিনাথপুর শ্রী-শ্রী দুর্গা মন্দির, ভানুডাঙ্গা সার্বজনীন কালি মন্দির, গোপাল ঘোষ বহিরবাটি সার্বজনীন শ্রী-শ্রী কালি মন্দির ও গান্ধাইল সার্বজনীন শ্রী-শ্রী কালি মন্দির পূজা উদযাপন হবে।
যে কোন পূজা মন্ডপে অপ্রীতিকর ঘটনার উদ্ভব হলে তা সাথে সাথে প্রশাসনকে অবহিত করার জন্য ০১৭১৩-৩৭৪০৪৩ নম্বরে মোবাইল ফোনে যোগাযোগ অনুরোধ করা হলো। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিñিদ্র নিরাপত্তা দেওয়ার আহবান জানিয়ে ইউএনও শফিকুল ইসলাম বলেন, সকলকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে।
No comments:
Post a Comment