Thursday 14 September 2017

মুক্ত বাংলাঃ-সোনামুখী স্কুল মাঠে জলাবদ্ধতা. ভোগান্তি চরমে




কাজীপুরে ঐতিহ্যবাহী সোনামুখী উচ্চ বিদ্যালয় ও সোনামুখী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জলাবদ্ধতার কারণে শিক্ষক-শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন হাঁটু পানি পেরিয়ে আসা-যাওয়া কষ্টের ফলে ইতোমধ্যেই অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে।
জানা গেছে, সোনামুখী উচ্চ বিদ্যালয় ও সোনামুখী সরকারি প্রাথমিক বিদ্
যালয়টি সোনামুখী ঈদগাহ মাঠ সংলগ্ন স্থানে স্থাপিত হয়। শুরুতে এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকায় কোন সমস্যা হয়নি। এরপর বিদ্যালয়ের পাশ দিয়ে উচুঁ পাকা রাস্তা নির্মিত হয়। রাস্তা সংলগ্ন ডোবাটিও ভরাট করা হয়। এরফলে পানি নিষ্কাশনে সমস্যা দেখা দেয়।
এবছর এই সমস্যা প্রকট আকার ধারন করেছে। সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় মাঠে হাঁটু পানি জমে যায়। নিষ্কাশনের কোন পথ না পেয়ে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্রী সাথী খাতুন, আসমা খাতুন, ছাত্র শাহীন আলম, শফিকুল ইসলাম জানায়, প্রতিদিন নোংরা পানি মাড়িয়ে স্কুলে আসতে খুব কষ্ট হয়।
কাজীপুর উপজেলার সোনামুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শত্তকত হোসেন জানান, জলাবদ্ধতার কারণে অ্যসেম্বলি করা সম্ভব হচ্ছেনা। সোনামুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলম জানান, জলাবদ্ধতার ফলে বর্ষা মৌসুমে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসতে চায়না। আমাদেরও চলাচলে সমস্যা হচ্ছে। তাই বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কাজীপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার বলেন, জরুরী ভিত্তিতে জলাবদ্ধতার সমস্যার সমাধানের প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে। 



সূত্রঃ-  যমুনাবার্তা নিউজ

No comments:

Post a Comment

অজ্ঞান পার্টির খপ্পরে কাজিপুরের ইজিবাইক চালক

                                       সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অনিক বাবু (২০) নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান করে মোবাইল ফোন ও বাইক...