চলতি বছরের আগস্টে বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আবারও যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে জেলাবাসীর মধ্যে নতুন করে বন্যার আতঙ্ক বিরাজ করছে।উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারিবর্ষণে যমুনার নদীর পানি বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে পানি বাড়ার কারণে সিরাজগঞ্জ জেলার সদর, চৌহালী, কাজিপুর, শাহজাদপুর, বেলকুচি, কাওয়াকোলাসহ বিভিন্ন এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরের নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে।এতে বন্যাকবলিত মানুষগুলো গবাদি পশু ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চরম বিপাকে পড়েছেন।আগের তুলনায় এবার ধীরগতিতে পানি বাড়ছে। পানি আরও ২-৩ দিন বাড়তে পারে। তবে আশঙ্কার কিছু নেই।
No comments:
Post a Comment