Wednesday 13 September 2017

মুক্ত বাংলাঃ-আবারও যমুনার পানি বৃদ্ধি ,বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপরে!


চলতি বছরের আগস্টে বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আবারও যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে জেলাবাসীর মধ্যে নতুন করে বন্যার আতঙ্ক বিরাজ করছে।উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারিবর্ষণে যমুনার নদীর পানি বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।


এদিকে পানি বাড়ার কারণে সিরাজগঞ্জ জেলার সদর, চৌহালী, কাজিপুর, শাহজাদপুর, বেলকুচি, কাওয়াকোলাসহ বিভিন্ন এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরের নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে।এতে বন্যাকবলিত মানুষগুলো গবাদি পশু ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চরম বিপাকে পড়েছেন।আগের তুলনায় এবার ধীরগতিতে পানি বাড়ছে। পানি আরও ২-৩ দিন বাড়তে পারে। তবে আশঙ্কার কিছু নেই।


 

No comments:

Post a Comment

অজ্ঞান পার্টির খপ্পরে কাজিপুরের ইজিবাইক চালক

                                       সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অনিক বাবু (২০) নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান করে মোবাইল ফোন ও বাইক...