Friday, 15 September 2017

মুক্ত বাংলাঃ-কাজিপুরে আ.লীগের আনন্দ মিছিল ।

 

নদী রক্ষায় ৫০০ কোটি টাকা অনুমোদনে আ.লীগের আনন্দ মিছিল -
সিরাজগঞ্জে কাজিপুরে নদীর রক্ষার কাজের জন্য পাঁচশত কোটি টাকা অনুমোদন দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে কাজিপুর ইউনিয়ন থেকে গান্ধাইল হয়ে শুভগাছা ইউনিয়ন পর্যন্ত নদী রক্ষার কাজ করা হবে। এ খবর পাওয়ার পরে কাজিপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আনন্দ মিছিল বের করা হয়।

মিছিলে অংশগ্রহণ করেন- কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রাহমান, কাজিপুর পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক উজ্জল কুমার, যুবলীগের সহ সভাপতি হেলাল উদ্দিন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহিন রেজা সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেছসেবকলীগের নেতৃবৃন্দ।



রিপটঃ-পারভেজ আহমেদ,

No comments:

Post a Comment

অজ্ঞান পার্টির খপ্পরে কাজিপুরের ইজিবাইক চালক

                                       সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অনিক বাবু (২০) নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান করে মোবাইল ফোন ও বাইক...