Friday 15 September 2017

মুক্ত বাংলাঃ-কাজীপুরে গর্ভবতী মায়েদের চিকিৎসা ও পুষ্টিকর খাবার প্রদান


  মানুষ মানুষের জন্যে/ জীবন জীবনের জন্যে.... এই কথাটির বাস্তবতায় আজ কাজ করলেন তারা।
কাজীপুরের নাটুয়ারপাড়া চরের বানভাসী গর্ভবতী মায়েদের মধ্যে চিকিৎসা, পুষ্টিকর খাবার ও ওষুধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রেহাইশুড়িবেড় কমিউনিটি ক্লিনিকে এই সেবা প্রদান করা হয়। কাজীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ অফিসারের সহযোগিতায় শিমুলদাইড় ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, নব উদয়ন সংঘ ও দি ফ্রেন্ডস আ্যাসোসিয়েশন এই সেবার আয়োজন করে। এসময় মায়েদের চিকিৎসাসেবা ও করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন উপ সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মাকসুদা পারভীন, স্বাস্থ্য সহকারি জাহাঙ্গীর আলম, এসডিওর নির্বাহী পরিচালক শাহিন আলম, সভাপতি জিয়াউর রহমান, নব উদয়নের নির্বাহী পরিচালক গোলাম ফারুক, ফ্রেন্ডস আ্যসোসিয়েশনের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন এসডিওর তথ্য সম্পাদক মিজান রহমান, নব উদয়নের সহসভাপতি আব্দুস সাত্তার, ফ্রেন্ডস আ্যাসোসিয়েশনের সহসভাপতি কামাল পাশা, সাজেদুর রহমান স্বপন প্রমূখ।



((যমুনাবার্তা নিউজ))

No comments:

Post a Comment

অজ্ঞান পার্টির খপ্পরে কাজিপুরের ইজিবাইক চালক

                                       সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অনিক বাবু (২০) নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান করে মোবাইল ফোন ও বাইক...