চলছে অনীয়ম চলছেই।
এবারে ছেলের বসতঘরে আগুন লেগে পুড়ে যাবার ঘটনায় উল্টো ছেলেও নামে মামলা করেছেন হাজরাহাটি গ্রামের হায়দার আলীর স্ত্রী চায়না খাতুন। শনিবার দুপুরে কাজীপুর প্রেসক্লাবে চায়না খাতুনের পুত্র মামলার বিবাদী বাবলু অভিযোগ অস্বীকার করে প্রকৃত ঘটনার লিখিত বর্ণনা দেন।
তিনি জানান, গত ৯ সেপ্টেম্বর রাতে আমার নিজ দখলীয় এবং আমার নামে বৈদ্যুতিক মিটার সংযুক্ত একটি টিনের তালাবদ্ধ ঘরে কে বা কারা আগুন দেয়। এতে ওই ঘরটি পুড়ে যায়। ঘটনার আগে থেকেই তিনি অন্যগ্রামে বাস করার কারণে তাৎক্ষণিক এ বিষয়ে কিছু জানতে পারেননি। পরদিন এই বিষয়ে তার বাবা ও মা সিরাজগঞ্জ আদালতে বাবলুসহ ১৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। বাবলু আরও জানান, তার বাবা মোট সাতটি বিয়ে করেছেন। তিবি অত্যন্ত বদমেজাজী। ইতোপূর্বে তাকে অনেকবার শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। তার কাজই হচ্ছে কাউকে মামলায় জড়িয়ে টাকা আদায় করা। ইতোপূর্বে তার নিজ দখলীয় জমি হুকুম দখল হলে তার বাবা ওই জমির টাকার জন্যে আবেদন করে। কিন্তু কর্তৃপক্ষ অনেক যাচাই বাছাই শেষে ওই জমির টাকার চেক তাকে প্রদান করেন। অথচ মামলায় সেই বিষয়ে বাবলুকেই দোষী করে আর্জি পেশ করা হয়েছে। তিনি জানান, ঘটনার রাতে আমি ওই বাড়িতেই ছিলাম না। তাছাড়া আমার নিজ ঘরে আগুন দেয়ার কোন প্রশ্নই ওঠেনা। বর্তমানে পুড়ে যাওয়া ঘর বাবলুর বাবা-মা নিজের দাবী করছে উল্লেখ করে তিনি বলেন, ওই ঘরের দলিল আমার নিজের নামে রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত হলে আসল সত্য বেরিয়ে আসবে বলেও তিনি জানান। হয়রানী বন্ধে তিনি সংশ্লিষ্ট সবার দৃষ্ঠি আকর্ষণ করেছেন।
সূত্রঃ-যমুনাবার্তা নিউজ
No comments:
Post a Comment