Saturday, 16 September 2017

মুক্ত বাংলাঃ-মাইজবাড়ী সাবেগ চেয়ারম্যান বাড়িতে মণিপুর উচ্চ বিদ্যালয়ের ত্রান বিতরন।


মাইজবাড়ীতে মণিপুর উচ্চ বিদ্যালয়ের ৯৫ ব্যাচের উদ্যোগে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রান বিতরনের করা হয়। মাইজবাড়ী ইউনিয়নের সাবেগ চেয়ারম্যান তালুকদার জাহাঙ্গির আলম সাহেবের বাড়িতে এই ত্রান বিতরন করা হয়। এসময় ৩৫০ টি পরিবারের মাঝে চাল,ডাল,তেল,লবণ,আলু,সাবান ও খাবার স্যালাইন প্রদান করা হয়।


 কাজিপুরের  বন্যা কবলিত গরীব দুঃখী মানুষের পাশে থাকার জন্য মাইজবাড়ী ইউনিয়নের সাবেগ চেয়ারম্যান তালুকদার জাহাঙ্গির আলম সাহেবের   মণিপুর উচ্চ বিদ্যালয়ের ৯৫ ব্যাচকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
 

No comments:

Post a Comment

অজ্ঞান পার্টির খপ্পরে কাজিপুরের ইজিবাইক চালক

                                       সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অনিক বাবু (২০) নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান করে মোবাইল ফোন ও বাইক...