Sunday 24 September 2017

মুক্ত বাংলাঃ-ঐতিহ্যবাহী কাজিপুরের সোনামুখী মেলাকে ঘিরে সাজ সাজ রব!


 টি এম কামাল্: আগামী ২৬ সেপ্টোম্বর থেকে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলার ২৪২ তম ঐতিহ্যবাহী সোনামুখী মেলা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রায় ২৪১ বছর ধরে সোনামুখীতে প্রতি বছরই এ মেলা অনুষ্ঠিত হয়। এক সময়কার প্রবাহমান ইছামতি নদীর তীর ঘেঁষে এই মেলা প্রাচীনকাল থেকেই প্রচুর জনসমাবেশ হত।
বর্তমানে প্রবাহমান নদী না থাকলেও মেলার বুক চিরে সিরাজগঞ্জ সোনামুখী ভায়া বগুড়ার ধুনট-শেরপুর হয়ে আন্তঃজেলা সড়ক থাকার কারণে মেলাটির গুরুত্ব একটুও কমেনি। এর ফলে স্থানীয় লোকজন ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা বেচাকেনার উদ্দেশ্যে মেলাতে তাদের দ্রব্যসামগ্রী নিয়ে আসে। আসন্ন মেলাকে ঘিরে ইতিমধ্যে মেলার আশপাশের ২০/২২টি গ্রামের লোকজনের মধ্যে পড়ে গেছে সাজ সাজ রব! স্থানীয় লোকজন এই মেলা থেকে আসবারপত্র, দা, কাঁচি, ছুরিসহ সংসারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রয় করে থাকে। এছাড়াও মেলা উপলক্ষে বিভিন্ন সম্প্রদায়ের লোকের মধ্যে তাদের বৌ-ঝি, জামাই আদর আপ্যায়ন, ধুতী, পাঞ্জাবী, জামা-কাপড়, ছাতি, পাটা দেয়া-নেয়া বাঙালী জাতির হারানো ঐতিহ্যকে স্মরণ করে দেয়। মেলায় চিত্ত বিনোদনের জন্য যাত্রা, সার্কাস ও ঘোড় দৌড়ের ব্যবস্থা থাকে। মেলা থেকে সরকার প্রতিবছর বিপুল অংকের রাজস্ব পেয়ে থাকে। মেলার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য মেলা কমিটি পুলিশের পাশাপাশি একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন মেলার ইজারাদার ও কাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সেলিম হোসেন।

No comments:

Post a Comment

অজ্ঞান পার্টির খপ্পরে কাজিপুরের ইজিবাইক চালক

                                       সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অনিক বাবু (২০) নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান করে মোবাইল ফোন ও বাইক...