Friday 15 September 2017

মুক্ত বাংলাঃ-শিক্ষা ক্ষেত্রে সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ।



২০১৬-১৭ অর্থ বছরে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন কাজিপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শফিকুল ইসলাম।

বিদ্যুৎ বিহীন চরাঞ্চলে সোলার প্যানেলের মাধ্যমে ডিজিটাল মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ ও মেরামত কাজের গুণগতমান বজায় রাখতে নিয়মিত পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, ঝড়ে পড়া রোধে টিফিন বক্স বিতরণ, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার মহোদয়ের বিশেষ টিআর কর্মসূচীর মাধ্যমে প্রাথমিক শিক্ষার উন্নয়নে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন, এলজিএসপি-২ প্রকল্পের মাধ্যমে স্কুল ব্যাগ, বেঞ্চ বিতরণ ইত্যাদি কাজের স্বীকৃতি স্বরূপ প্রাথমিক শিক্ষায় জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলাম প্রাথমিক শিক্ষায় সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হওয়ায় কাজিপুর উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি ও সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ তাকে আন্তরিক প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।

No comments:

Post a Comment

অজ্ঞান পার্টির খপ্পরে কাজিপুরের ইজিবাইক চালক

                                       সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অনিক বাবু (২০) নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান করে মোবাইল ফোন ও বাইক...