Thursday 14 September 2017

মুক্ত বাংলাঃ-কাজিপুরে চাঁদের আলো সমিতির নামে চলছে সুদের ব্যবসা




সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার হরিনাথপুর বাজারে চাঁদের আলো সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড (রেজিঃ নং ১৪৬, স্মারক নং ২৯১ (২), স্থাপিত ২০১২ ইং) নামের একটি বেসরকারি সমবায় সমিতি সরকারি লেডিস কর্নার ভাড়া নিয়ে চলাচ্ছে জমজমাট সুদের ব্যবসা। এই ব্যবসা এতো সুকৌশলে পারিচালিত হচ্ছে যা সাধারনভাবে বোঝার উপায় নেই। আর যারা ভুক্তভোগী তারা দরিদ্র লোকজন হওয়ায় দিনের পর দিন নির্বিবাদে চলছে এই ব্যবসা। কথিত ওই সমিতির সুদের বেড়াজালে পড়ে সাধারন মানুষ সর্বস্ব খোয়ালেও দেখার কেউ নেই।
সরেজমিনে গিয়ে জানা যায়, ২০১২ সালে কাজিপুর উপজেলার হরিনাথপুর বাজারে এলজিইডি কর্তৃক তৈরীকৃত সরকারি মার্কেটের ২টি রুম কম মূল্যে ভাড়া নিয়ে পরি, জাকারিয়া, মজিদ সহ কয়েকজন প্রভাবশালী যুবক হরিনাথপুর বাজারে এই ব্যবসা করে আসছেন। সরকারী প্রদত্র নিয়মনুযায়ি বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণদান কার্যক্রম পরিচালনা করতে পারবে। কিন্ত অনুমোদন না থাকলেও গত ৫ বছর ধরে গ্রামের সাধারন গরীব মানুষের মাঝে শতকরা ২০ টাকা সুদে ঋণের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এভাবে বেশ ক’জন ব্যক্তি অবৈধ পন্থায় লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এদিকে চড়া সুদের বেড়াজালে পড়ে সাধারন মানুষ দিনের পর দিন নিঃস্ব হতে চলেছে। নাম প্রকাশ না করার শর্তে ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষী ও ক্ষুদ্র কয়েকজন ব্যবসায়ী সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, চাঁদের আলো সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি পরি, আব্দুল মজিদসহ প্রভাবশালী। কেউ তাদের কর্মকান্ডের প্রতিবাদ করলে নেমে আসে শারীরিক নির্যাতন। সমাজে তাকে নানাভাবে হেনস্থা করা হয়। এমনকি তাদের সুদের বৃত্তে আটকে অনেকে গ্রাম ছাড়তে বাধ্য হয়েছেন। তারা আরো জানান, কথিত সমিতি থেকে চড়া সুদে ঋণ নিয়ে অনেকে ভিটেমাটি পর্যন্ত বিক্রি করে পরিশোধ করতে বাধ্য হয়েছেন। শুধু তাই নয় সরকারী কোন অনুমোদন না থাকলেও লেডিস কর্নারের নামে সরকারি অর্থ লুটপাট হচ্ছে।
এ ব্যাপারে চাঁদের আলো সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি পরি বলেন, সমিতির জায়গা না থাকায় লেডিস কর্নার ভাড়া নেয়া হয়েছে। তিনি আরও জানান, সদস্যদের বাইরে কাওকে ঋণ দেয়া হয়না। তবে সমিতির উন্নয়নে সদস্যদের মাঝে শতকরা ১০ টাকা সুদে ঋণ কার্যক্রম চালু করা হয়েছে বলে জানান। এ বিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিকুল ইসলাম জানান, বিষয়টি আমার জানা নেই। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।





সূত্র;-যমুনা বার্তা নিঊজ

No comments:

Post a Comment

অজ্ঞান পার্টির খপ্পরে কাজিপুরের ইজিবাইক চালক

                                       সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অনিক বাবু (২০) নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান করে মোবাইল ফোন ও বাইক...