Friday 13 October 2017

মুক্ত বাংলাঃ-পুরনো ঐতিহ্য আরনেই "ঐতিহ্যবাহী সোনামুখী মেলার"



ঐতিহ্যবাহী সোনামুখী মেলাতে যায়নি এমন মানুষ কাজিপুরে খুঁজে পাওয়া কঠিন।বিভিন্ন ধরনের রসের মিষ্টি,বাহারি খেলনার দোকান সহ অনেক কিছু থাকত এই মেলাতে।আর এখন, নাম "ঐতিহ্যবাহী সোনামুখী মেলা" হলেও নেই কোন ঐতিহ্য ।মেলা ঘুরে দেখার মত কিছুই নেই।
সমাজের বৃদ্ধ দাদা-নানাদের মুখে বলতে শুনেছি ,আগে নাকি মেলা শুরুর ১/২ মাস আগে থেকেই রমরমা ভাব সৃষ্টি হতো। মেলায় জায়গা দেওয়া কঠিন হয়ে যেত। সার্কাস, যাত্রা, সাইকেল খেলা,লটারি, প্রচুর কাঠের তৈরী আসবাবপত্র, কসমেটিক্স, মিষ্টির দোকান,মাটির তৈরি বড়-বড় খেলনার দোকান সহ আরো কতকি।এখন তেমন কিছুই চোখেপড়ার মতো লক্ষ্য করা যায়না। আগে এসবের প্রচার প্রচারনায় চারিদিকে মুখোরিত ছিল।
এখন আর সোনামুখী মেলা নিয়ে মানুষের মুখে কোন আলোচনায় নেই।
আসলে কাজিপুরের "ঐতিহ্যবাহী সোনামুখী মেলার" এই বেহাল অবস্থার কারন কি তা কিন্তু প্রশ্নবৃদ্ধ?

((মেলাঘুরে তথ্য সংগ্রহ করেছেন মোঃ রাসেল রানা))

No comments:

Post a Comment

অজ্ঞান পার্টির খপ্পরে কাজিপুরের ইজিবাইক চালক

                                       সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অনিক বাবু (২০) নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান করে মোবাইল ফোন ও বাইক...