Monday 9 October 2017

মুক্ত বাংলাঃ-ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে এগিয়ে চলা ফেসবুক গ্রুপ "বাঐখোলা নাগরিক সমাজ, কাজিপুর"


 ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে এ গ্রুপটি প্রতিবেশ, পরিবেশের বিভিন্ন দৃশ্যপট তুলে ধরার পাশাপাশি সমাজ সচেতনতামমূলক কাজ করে যাচ্ছে।
এ ব্যাপারে গ্রুপটির এডমিন কর্তৃপক্ষের প্রধান মওলানা ভাসানী কলেজের প্রভাষক মো. সাদরিল আমিন (সেন্টু) বলেন, আমরা নদীতীরের মানুষ। আমরা বুঝি নদীগর্ভে বিলীন হওয়া বাস্তুচূত মানুষের বেদনার কথা।

নদীভাঙ্গন কবলিত এই এলাকার মানুষ যত দূরে থাকুন না কেন, জন্মভূমির বিভিন্ন দৃশ্যপট দেখে তাঁরা যেন আপন আলয়ের হৃদয়মাখা পরশ পেতে পারেন; সেই জন্যেই ডিজিটাল সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রম হাতে নিয়েছি।
যেমন, প্রতি রমজানে সেহেরি ও ইফতারের ক্যালেন্ডার বিতরণ, বন্যায় ত্রাণ সহায়তা, মেধাবৃত্তি প্রদান এবং এলাকার বিভিন্ন ইতিবাচক সচিত্র প্রতিবেদন তুলে ধরা।
এছাড়া তিনি গ্রুপটির পক্ষ থেকে এলাকার মানুষের প্রতি আহ্বান জানান-
শুধুমাত্র বাঐখোলাবাসী এখানে যুক্ত হবেন গ্রুপটিতে।
"একতায় রাখিবো মনখোলা,
প্রিয় জন্মভূমি বাঐখোলা"
- এই স্লোগান বুকে ধারণ করে।
.
বাঐখোলা গ্রামের শুভ-সুন্দর, কল্যাণকর ও উন্নয়ন সংশ্লিষ্ট যেকোনো পোস্ট আপনি করবেন- আমরা সঙ্গে সঙ্গে Approved করবো।
.
তবে যথার্থ কারণ ও প্রমাণ ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে পোস্ট করবেন না। বরং আমাদের পোস্টগুলো যেন পজিটিভ দৃষ্টিভঙ্গিতে হয়, সে দিকটাই বিবেচনায় নেবেন। যাতে অন্যেরা অনুপ্রেরণা পায়, এগিয়ে যায়।
.
মনে রাখবেন,
● বাঐখোলা নাগরিক সমাজ ● (কাজিপুর)
মানবতার সেবায় ও অসহায়ের সহায়ের একটি প্রতিশ্রুতিবদ্ধ সামাজিক সংগঠন; যা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ।

"মুক্ত বাংলা"
জানতে চাই,জানাতে চাই
কাজিপুরের সকল খবর।

No comments:

Post a Comment

অজ্ঞান পার্টির খপ্পরে কাজিপুরের ইজিবাইক চালক

                                       সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অনিক বাবু (২০) নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান করে মোবাইল ফোন ও বাইক...