কাজিপুর উপজেলার গান্ধাইলের "মজিবপাড়া দুঃস্থ কল্যাণ ট্রাস্ট"এবার ফ্রি চিকিৎসা প্রদান করবে।প্রতি সপ্তাহে ২ জন গরীব অসহায় রোগী এই ফ্রি চিকিৎসা পাবেন।শুধু তাইনয় প্রতি মাসে একজন গরীব অসহায় রোগীকে ফ্রি অপারেশ করাবেন প্রতিষ্ঠানটির অন্যতম সদস্য ও ট্রাস্টের কার্যনির্বাহী উপদেষ্টা ডাঃ ইসমে আজম জিকো (মেডিসিন ও সার্জারি বিশেষজ্ঞ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল)।
 গতকাল মুক্ত বাংলাকে লিখিত
 এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন  প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক শুভগাছার
 রাজু আহমেদ। তিনি আরো জানান প্রতি সপ্তাহে  সিরাজগঞ্জের -নিউ কেয়া 
ডায়াগনস্টিক  সেন্টার এবং আল আরাফাত হাসপাতালে  এই ফ্রি  চিকিৎসা সেবা 
দেওয়া হবে। 
কিভাবে ফ্রি চিকিৎসা সেবা পাবেন এবং কাজিপুরে কোথায়  যোগাযোগ করবেন এ
সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরেঃ-১৭৬১-৫০৭৪৬৬।
রোগীর সিরিয়াল দিতে ফোন করতে হবে নিচের মোবাইল নাম্বারেঃ- 01711359674 অথবা 01713747142.
আপনারা অবগত আছেন যে প্রতি বছর বিভিন্ন সমাজ সেবা মুলক কার্যক্রমের মাধ্যমে কাজিপুরের গরীব অসহায় মানুষের সেবা ও সাহায্য প্রদান করে আসছে এই অন্যতম প্রতিষ্ঠানটি।
সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরেঃ-১৭৬১-৫০৭৪৬৬।
রোগীর সিরিয়াল দিতে ফোন করতে হবে নিচের মোবাইল নাম্বারেঃ- 01711359674 অথবা 01713747142.
আপনারা অবগত আছেন যে প্রতি বছর বিভিন্ন সমাজ সেবা মুলক কার্যক্রমের মাধ্যমে কাজিপুরের গরীব অসহায় মানুষের সেবা ও সাহায্য প্রদান করে আসছে এই অন্যতম প্রতিষ্ঠানটি।
 


 
 
 
 
 
No comments:
Post a Comment