Saturday 8 July 2017

মুক্ত বাংলাঃ-কাজিপুরে যমুনার পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে।

 সিরাজগঞ্জের কাজিপুরে যমুনার ভাঙন অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। উজান থেকে নেমে আসা ঢলে যমুনায় পানি বৃদ্ধি পাচ্ছে। এর ফলে ভাঙন শুরু হয়েছে দুর্গম চরাঞ্চলের মনসুরনগর, চরগিরিশ, খাসরাজবাড়ী, মাইজবাড়ী, তেকানী, নাটুয়ারপাড়া ও নিশ্চিন্তপুর ইউনিয়নের ১৫টি গ্রাম।

স্রোতের তোড়ে মাইজবাড়ী, খাসরাজবাড়ী, মনসুরনগর, চরগিরিশ, নিশ্চিন্তপুর, নাটুয়ারপাড়া, তেকানী ইউনিয়নর বিভিন্ন এলাকাজুড়ে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কবলে পড়েছে ফুলজোর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাড়িঘর, দোকানপাট, মসজিদ, আবাদি জমি ও নিশ্চিন্তপুর ও চরগিরিশ ইউনিয়ন রাস্তা। ভাঙনকবলীত এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভাঙন চলে এলেও তা রোধের কোনো কার্যকর উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে ভিটোমাটি হারিয়েছেন অনেকেই। আতস্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন এই জনপদের নিঃস্ব মানুষেরা।

এদের মধ্যে কেউ কেউ আশ্রয় নিয়েছেন পাশ্বের বাঁধ ও উঁচু জায়গায়। ক্ষতিগ্রস্ত লোকজন এখন মানবেতর জীবন যাপন করছেন। ভাঙনে ভিটেমাটি ও আবাদি জমিহারা মালিক আমজাদ হোসেন জানান, ভাঙনের চিন্তায় রাতে ঘুমাতে পারি না। ওই এলাকায় শতাধিক ঘরবাড়ি, দোকানপাট ও জমি গত কয়েক দিনে নদীতে বিলীন হয়েছে বলে সূত্রে জানা যায়।

কাজিপুর উপজেলার খাসরাজবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রব্বানী জানান, নদীর পানি বৃদ্ধি থাকায় স্রোত বেড়েছে। এ কারণে এলাকাজুড়ে বেড়েছে ভাঙনের তীব্রতা।

No comments:

Post a Comment

অজ্ঞান পার্টির খপ্পরে কাজিপুরের ইজিবাইক চালক

                                       সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অনিক বাবু (২০) নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান করে মোবাইল ফোন ও বাইক...