কাজীপুরের চরাঞ্চল এখন মাদকের স্বর্গরাজ্য। যেখানে সেখানে হাত বাড়ালেই মিলছে নানা জাতের মাদক। এমনি এক চালাম ধরা পড়েছে পুলিশের হাতে দুইশ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
থানাসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় কাজীপুর থানা পুলিশ চরগিরিশ ইউনিয়নের চর ডগলাস এলাকায় অভিযান চালায়। এসময় ওই গ্রামের হাসান আলীর পুত্র নূর মোহাম্মদ(৪০) কে ইয়াবাসহ আটক করে। ওইদিন রাতে কাজীপুর থানার এসআই চাঁদ আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার আকটকৃত নুর মোহাম্মদকে আদালতে নেয়া হলে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
সূত্রঃ-যমুনাবার্তা নিউজ
মুক্ত বাংলা পেজ লিংকঃ-https://www.facebook.com/muktobangla.kazipur/?ref=aymt_homepage_panel

No comments:
Post a Comment