Tuesday 15 August 2017

মুক্ত বাংলাঃ-বঙ্গবন্ধু একটি নাম নয় একটি প্রতিষ্ঠান একটি রাষ্ট্রের পরিচয়- সাবেক এমপি জয়


 

 

বঙ্গবন্ধু শুধু একটি নাম নয় একটি প্রতিষ্ঠান, বাঙালী জাতিসত্ত্বার সাথে মিশে থাকা ভালোবাসার নাম, একটি রাষ্ট্রের পরিচয়। বিশ্বের বুকে মাথা তুলে বাঙলীকে পরিচিত করার দৃঢ় প্রত্যয়দীপ্ত বলিষ্ঠ কণ্ঠস্বরের নাম। ১৯৭৫ এর ১৫ আগস্ট তাকে সরিয়ে যারা ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করতে চেয়েছিল ইতিহাস তাদের ক্ষমা করে নাই। আজ তারা আস্তাকুড়ে নিক্ষিপ্ত, জনবিচ্ছিন্ন। পাকিস্তান সেনাবাহিনী যা করতে পারেনি এদেশের ক্ষমতালিপ্সু একদল দেশদ্রোহী, বেঈমান তাই করেছে। তারা বাঙালী জাতির জনকের বুকে বুলেট এঁকে দিয়েছে। আজ তাদের বিচারও বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার করেছে। রায়ও কার্যকর হয়েছে এবং বাকিদের খুনিদেরও দেশে এনে ফাঁসি কার্যকর করা হবে ইনশা আল্লাহ। 

বঙ্গবন্ধুর ৪২ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত
  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজীপুর আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় উপরোকআত কথাগুলো বলেন। মঙ্গলবার সকালে কাজীপুর উপজেলা আলীগ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় আ.লীগ ও এর অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মি উপস্থিত ছিলেন।  

উপজেলা আ.লীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে জয় আরও বলেন, সময়
  এসেছে বঙ্গবন্ধুর নির্দেশিত সোনার বাংলা গড়ার। এজন্য আ.লীগকে আবারও ২০১৯ সালের নির্বাচনে জয়ী করতে হবে। আর তাহলেই বঙ্গবন্ধুর বিদেহী আত্মা শান্তি পাবে। 
শোককে শক্তিতে পরিণত করে দলীয় নেতাকর্মিদের সামনে এগিয়ে যাবার আহবান জানিয়ে তিনি বলেন, কাজীপুরের মাটি আ.লীগের ঘাঁিট। এখানে অন্যদলের কেউ জনগণকে কিছু দেয়নি দিতেও পারবে না। দলের সকল নেতাকর্মিকে ঐক্যের মাধ্যমে কাজ করে যেতে হবে। তাহলেই কাজীপুরের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার গৃহিত পরিকল্পনাগুলোর সুষ্ঠু বাস্তবায়ন হবে।

শোক সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজীপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ বকুল সরকার, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর রহমান মুকুল, সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, ছাত্রলীগ সভাপতি শাহিন আলম, সম্পাদক আলী আসলাম প্রমূখ।
 

উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, থানার অফিসার ইন চার্জ সমিত কুমার কুন্ডু।
 
বিকেলে বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহাদৎ বরণকারী সবার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
  এরপর প্রধান অতিথি তার নিজ অর্থায়নে উপজেলার ১৯ টি এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্যে খাবারের ব্যবস্থা করেন তাদের সাথে কুশল বিনিময় করেন।


সৌজন্যেঃ-যমুনাবার্তা
 

No comments:

Post a Comment

অজ্ঞান পার্টির খপ্পরে কাজিপুরের ইজিবাইক চালক

                                       সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অনিক বাবু (২০) নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান করে মোবাইল ফোন ও বাইক...