Thursday, 17 August 2017

মুক্ত বাংলাঃ-সাপের ভয়ে ঘুমাতে পারে না বন্যাদুর্গতরা

এবারের ভয়াবহ বন্যার পানির সঙ্গে ভারতের আসাম রাজ্যের তলিয়ে যাওয়া বিভিন্ন পাহাড় ও জঙ্গল থেকে নানা জাতের বিষধর সাপ ভেসে আসছেবন্যায় পানিবদ্ধি মানুষ সাপের আতংকে রাতে ঘুমাতে ভয় পাচ্ছে বলে ভুক্তভুগি সুত্রে জানা গেছে। ওই সুত্রটির মতে গত তিনদিন থেকে বন্যার পানিতে ভেসে আসা গাছ, খড়কটু আকড়ে ধরে দল বাঁধা সাপ দেখা গেছে।ডিঙ্গি নৌকা করে চলাচল করার সময় দেখা যায় পানির স্রোতে অনেক ছোট-বড় সাপ ভেসে যাচ্ছে।

No comments:

Post a Comment

অজ্ঞান পার্টির খপ্পরে কাজিপুরের ইজিবাইক চালক

                                       সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অনিক বাবু (২০) নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান করে মোবাইল ফোন ও বাইক...