#বিস্তারিতঃ ২০১৭ সালে শুরুতেই এতিম ফাউন্ডেশনে পরিচালক- #মোঃ_ইসমাইল_হোসেন_সিরাজি সাহেব তালিকা ভুক্ত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরন এবং শীত বস্ত্র পৌছে দিতে তার সংগঠনের সকল কর্মিকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যেই কাজিপুরের শিমুলদাইড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরন ও শীত বস্ত্র পৌছানো ও এতিম ছাত্র ছাত্রী মাঝে বিতরন করা হয়েছে।২০১৬ সালে কাজিপুরের প্রায় ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি মাসে খাতা, কলম পাঠিয়েছেন বলে মন্তব্য করেন প্রতিষ্ঠানটির প্ররিচালক। তিনি মুক্ত বাংলাকে আরো জানান ২০১৭ তে কাজিপুরের আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান এতিম ফাউন্ডেশনের আওতাভুক্ত করা হবে।সামান্য একজন গার্মেন্টস শ্রমিক হয়ে এত বড় একটি কাজ নিজ অর্থায়নে করে যাচ্ছেন প্রায় চার বছর যাবত।
রিপটঃ মুক্ত বাংলা প্রতিনিধি
No comments:
Post a Comment