Thursday, 30 March 2017

"শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো "-এই স্লোগান সামনে রেখে বাংলাদেশ প্রাইমারী এন্ড হাই স্কুল এতিম ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।


 বিস্তারিতঃ সপ্তাহব্যাপী শিক্ষা উপকরণ ও শীত বস্ত্র বিতরণে আজ বাংলাদেশ প্রাইমারী এন্ড হাই স্কুল এতিম ফাউন্ডেশন কাজিপুরের গান্ধাইল ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৌছে দিয়েছেন খাতা কলম ও শীত বস্ত্র।এতিম ছেলে মেয়েরা নতুন বছরের শুরুতেই আনন্দের সাথে যেন লেখা পড়া শুরু করতে পারে এই জন্য নতুন বই হাতে পাওয়ার সাথে সাথে নতুন খাতা কলম ও হাতে তুলে দিচ্ছে প্রতিষ্ঠানটি।সেই সাথে নতুন বছরের উপহার হিসেবে থাকছে শীত বস্ত্র।
আজ সকালে গান্ধাইল সরকারি প্রাইমারি স্কুল এবং গান্ধাইল হাই স্কুলে শিক্ষা উপকরন ও শীত বস্ত্র বিতরনে উপস্থিত ছিলেন গান্ধাইল ইউনিয়নে চেয়ারম্যান #জনাব আরশাফুল আলম সাহেব।এ সময় তিনি প্রতিষ্ঠানটির প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির পরিচালক ইসমাইল সাহেবকে ধন্যবাদ জানান ও প্রতিষ্ঠানটি জন্য শুভ কামনা করেন।
এক জন সামান্য গার্মেন্টস শ্রমিক ইসমাইল সাহেব। তবে তার এই চিন্তা চেতনা ও কাজ দেখে সমাজের তথা কাজিপুরে শিক্ষা অনুরাগী মানুষের কাছে তিনি একজন প্রিয় মানুষ হিসেবে স্থান লাভ করেছেন।
তবে ইসমাইল সাহেব নিজের পরিচয়ের জন্য নয় "উনার ভাষায়- আমার মত কোন এতিম ছেলে মেয়ের যেন অল্প বয়সেই লেখা পড়া বন্ধ হয়ে না যায় এই জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।

"আসুন আমরা এগিয়ে আসি এই প্রতিষ্ঠানটির পাশে"
গান্ধাইলের বিভিন্ন স্কুল ঘুরে রিপট করেছেন মুক্ত বাংলা প্রতিনিধি।

No comments:

Post a Comment

অজ্ঞান পার্টির খপ্পরে কাজিপুরের ইজিবাইক চালক

                                       সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অনিক বাবু (২০) নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান করে মোবাইল ফোন ও বাইক...