Thursday, 30 March 2017

কাজিপুরের চরাঞ্চল নাটুয়ারপাড়ার প্রধান সড়কের ব্যাহাল দশা।



বিস্তারিতঃ দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার চরাঞ্চলের ৬ ইউনিয়নের প্রাণ কেন্দ্র নাটুয়ারপাড়ার প্রধান সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে থাকে। সড়কের কোথাও কোথাও দুই ফুট পানি জমে থাকে। এতে ওই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে স্থানীয় লোকজন সীমাহীন ভোগান্তি পোহাচ্ছে। বেশি সমস্যা হচ্ছে এলাকার শিক্ষার্থীদের।

নাটুয়ারপাড়ার বাজার থেকে পানাগাড়ী হয়ে রুপসা বাজার পর্যন্ত বিস্তৃত এই সড়কটির দৈর্ঘ্য ১০ কিলোমিটর।চরাঞ্চলের সাতটি ইউনিয়নে যাতায়াতের একমাত্র পথ এটি। অথচ সড়কটি গত ছয় বছরেও সংস্কার করা হয়নি। এ সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ এবং নাটুয়ারপাড়ার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী চলাচল করে। সড়কটির অবস্থা খারাপ হওয়ায় তারা এখন দুর্ভোগের শিকার হচ্ছে।

স্থানীয় লোকজনের অভিযোগ,২০০২ সালে তড়িঘড়ি করে অল্প সময়ে রাস্তা পাকার কাজ শেষ করায় ১৫ দিনের মধ্যেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এলাকাবাসী অভিযোগ জানালেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সড়কের নাটুয়ারপাড়া বাজার থেকে গুলের মোড় হয়ে নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজ পর্যন্ত একেবারেই চলাচলের অনুপযোগী। বেশির ভাগ স্থানে বড় বড় খানাখন্দ।মগবাজার ও গুলের মোড়ের সামনে সড়কের ওপর দুই ফুট পানি জমে আছে। পানিনিষ্কাশনের পথ নেই। আবার বৃষ্টি বন্ধ হলে কাদায় একাকার হয়ে যায়। এ সময় হাঁটাও কঠিন হয়ে পড়ে।

ঘোড়া গাছা উচ্চবিদ্যালয়ের একজন শিক্ষিক বলেন, ‘আমার বিদ্যালয়ে প্রায় ৫০০ শিক্ষার্থী আছে। সামান্য বৃষ্টি হলে রাস্তার পানি বিদ্যালয়ের ভেতরে ঢুকে পড়ে। বৃষ্টির দিন শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে চায় না। কারণ, বৃষ্টিতে মেইন গেটের সামনে হাঁটুসমান পানি জমে যায়।’

অটোরিকশাচালক আবদুল খালেক বলেন, রাস্তার যা অবস্থা তাতে প্রতিদিনই ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। পুরো রাস্তায় বড় বড় গর্ত থাকায় প্রায়ই গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। তাই রাস্তা মেরামতের জন্য কর্তৃপক্ষের প্রদক্ষেপ গ্রহনের জন্য দৃষ্টি আকর্ষন করছি।

স্কুলে যাতায়াতের প্রধান সমস্যা কি এ প্রসঙ্গে জানতে চাইলে ঘোড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র লিমন আহমেদ জানায়, কি আর বলবো স্কুলে যাওয়ার মূল সমস্য এই সড়কটি সড়কের অবস্থা এত খারাপ হওয়ায় প্রতিদিন স্কুলে যেতে মন চায়না। এর মধ্যে এখন প্রতিদিনই বৃষ্টি হয়, সামান্য বৃষ্টি হলেই আমাদের সমস্যায় পড়তে হয়। কারন রাস্তার অনেক বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে গর্তের মধ্যে ময়লা জমে থাকে আর এই ময়লা বৃষ্টির পানি পেলে ভাগাড় হয়ে যায়। ফলে ভাল জামা পড়ে গেলে আর জামা ভাল থাকে না রাস্তার কাদায় নোংড়া হয়ে যায়। তাই সড়কটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ঠ কতৃপক্ষের কাছে জোর দাবী জানাচ্ছি।

নাটুয়ারপাড়া ইউপি সদস্য রুহুল মির্জা বলেন, সড়কটি সংস্কারের জন্য প্রকল্প তৈরি করা হয়েছে। ওই প্রকল্প অনুমোদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রকল্প পাস হলে দরপত্র আহ্বান করা হবে।


No comments:

Post a Comment

অজ্ঞান পার্টির খপ্পরে কাজিপুরের ইজিবাইক চালক

                                       সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অনিক বাবু (২০) নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান করে মোবাইল ফোন ও বাইক...