সিরাজগঞ্জের কাজিপুরে সিনজেনটা ও পদ্মা কোম্পানির মোড়কে নকল কীটনাশক বাজারজাত করায় এক বিক্রয় প্রতিনিধিকে আটক করে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযুক্ত কোরবান আলী (৩২) উপজেলার পশ্চিম খুকশিয়া গ্রামের মৃত মনির উদ্দিন শেখের পুত্র। সে ন্যাচার এন্ড কেয়ার কোম্পানির কাজিপুর উপজেলা বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করছিল।
কাজিপুর থানা পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যে সাড়ে ছয়টায় উপজেলার আলমপুরে অভিযুক্ত কোরবান আলী সিনজেনটা ও পদ্মা কোম্পানির মোড়ক লাগিয়ে নকল ভিরপাকো ও ফুরাডান কীটনাশক বিক্রি করছিল। এসময় স্থাণীয় জনতা তাকে ঘেরাও করে রাখে।
খবর পেয়ে উপজেলা কৃষি অফিসার মামুনুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার কল্যাণ প্রসাদ পাল ঘটনাস্থলে পুৃলিশ ফোর্স নিয়ে যান। পরে কোরবান আলীকে ৩ কার্টুন নকল কীটনাশকসহ আটক করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
রিপটঃআবদুল জলিল
No comments:
Post a Comment