Tuesday, 14 March 2017

তৃণমূল মানুষের দক্ষতা বৃদ্ধিতে সরকার কাজ করছে-উপ-সচিব অর্থ মন্ত্রণালয়


 
বিস্তারিতঃ অর্থ মান্ত্রণালয়ের উপ সচিব ও সেইপ এর সহকারী নির্বাহী পরিচালক মোহাম্মদ ওয়ালিদ হোসেন বলেন, মধ্যম আয়ের দেশে পৌঁছার লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় তৃণমূল পর্যায়ের অল্প শিক্ষিত, স্বশিক্ষিত, বেকার দরিদ্র মানুষের কর্মসংস্থার সৃষ্টির লক্ষ্যে তাদের দক্ষতা বৃদ্ধির জন্যে কাজ করছে।

যে যেরকম কাজের উপযোগী তাকে সেই কাজের প্রশিক্ষণ নিশ্চিত করতে সারাদেশের ১২৮ টি উপজেলায় কাজ করছে সোসাল ম্যার্কেটিং অব স্কিলস ফর এমপ্লয়মেন্ট (সেইপ)। প্রশিক্ষণ শেষে ৭০% মানুষ পাবে চাকরির নিশ্চয়তা।

পায়াকট বাংলাদেশের আয়োজনে মঙ্গলবার দুপুরে কাজিপুর উপজেলা পরিষদ সভাকক্ষে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, পায়াকপট এর মনিটরিং অফিসার মুনজুরুল হক, অর্থ বিভাগের আইট স্পেশালিস্ট ফয়সাল হাসান প্রমূখ। কর্মশালায় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, ইমাম ও সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশ নেন। 
 
রিপটঃআবদুল জলিল

No comments:

Post a Comment

অজ্ঞান পার্টির খপ্পরে কাজিপুরের ইজিবাইক চালক

                                       সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অনিক বাবু (২০) নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান করে মোবাইল ফোন ও বাইক...