Friday, 24 March 2017

********************মা*******************


 ১) যিনি সন্তানের সবচেয়ে নিরাপদ
আশ্রয়,পরম মমতা আর গভীর বিশ্বাস
২) যিনি সৃষ্টিকর্তার কাছে নিজের
চেয়ে সন্তানের জন্য বেশী দোয়া
করেন
৩)যিনি নিজে না খেয়ে সন্তানের
মুখে অন্য তুলে দেন
৪) যিনি নিজের কান্না চেপে
সন্তানের মুখে হাসি ফোটান
৫)যিনি এই গরমের মধ্যেও আমাদের জন্য
খাবার রান্না করেন কিন্তু বিরক্ত হন
না
৬)যিনি পরিবারের সবার খাওয়া শেষ
হলে,যা থাকে তাই খান, না থাকলে
না খেয়ে থাকেন,তবু কাউকে বুঝতে
দেন না
৭) সবাইকে রান্না করে গরম খাবার
খাওয়ালেও, বাসি-পচা খাবার নষ্ট
না করে হাসি মুখে খান
৮) সন্তান কখনো বিপদে পড়লে,যিনি
হাজার মাইল দুরে থেকেও সবার আগে
বুঝতে পারেন
৯)যিনি সন্তানের দেওয়া হাজার
কষ্টেও,তাকে অভিশাপ করেন না
১০)নিজের সন্তান যেমনই হোক,সেই
তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান
১১)যিনি সন্তানদের সব সময়
বলেন,সাবধানে যাস,তারাতারি
বাড়ি ফিরিস,পরীক্ষা ভালভাবে
দিস, অন্যায় কাজ থেকে দুরে থাকিস।
১২) যার পায়ের নীচে সন্তানের

বেহেশত( স্বর্গ)

No comments:

Post a Comment

অজ্ঞান পার্টির খপ্পরে কাজিপুরের ইজিবাইক চালক

                                       সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অনিক বাবু (২০) নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান করে মোবাইল ফোন ও বাইক...