Sunday, 26 March 2017

কাজিপুরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে


 =======================================================================
সিরাজগঞ্জের কাজিপুরে যথাযথ মর্যাদায়, বিপুল আনন্দ, উদ্দীপনা ও উৎসাহের সাথে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হচ্ছে।
প্রথম প্রহরে ভোর ৫.৫১ মিনিটে ৩১বার তেপধ্বণির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা, মুক্তির সোপানে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিরাজগঞ্জ কাজিপুরের সাবেগ সংসদ সদস্য #জনাব তানভির শাকিল জয় সহ কাজিপুর আ'লীগের বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সহ সাধারণ মানুষ।কাজিপুর থানা আ'লীগের দলীয় কার্যালয়ে শহীদদের আত্নার মাগফেরাত কমানা দোয়া করা হয়।
এরপর কাজিপুর উপজেলা মাঠে জাতীয় পতাকা উত্তলন করেন সিরাজগঞ্জ কাজিপুরের সাবেগ সংসদ সদস্য #জনাব তানভির শাকিল জয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও শিশু-কিশোরদের মনোরম ডিসপ্লে অনুষ্ঠান উপভোগ করেন।

No comments:

Post a Comment

অজ্ঞান পার্টির খপ্পরে কাজিপুরের ইজিবাইক চালক

                                       সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অনিক বাবু (২০) নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান করে মোবাইল ফোন ও বাইক...