বিস্তারিতঃ-সিরাজগঞ্জ জেলার কাজিপুরে ৫০ মিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ যমুনা নদীগর্ভে বিলীন।
গত ৪/৫দিন যাবৎ যমুনা নদীর পানি বৃদ্ধি পওয়ায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ২টি স্পটে নদীর ভাঙ্গন বৃদ্ধি পেয়েছে। পানির প্রবল স্রোত ও ঘূর্ণাবর্তে শুভগাছা ইউনিয়নের টুটুল মোড় নামক স্থানে বন্যানিয়ন্ত্রন বাঁধের ৫০ মিটার এলাকা গত বুধবার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এ সময় ৮৫টি ঘরবাড়ি ও ১টি মসজিদ নদীগর্ভে বিলীন হযে যায়। এদিকে পানি বৃদ্ধির ফলে নাটুয়ারপাড়া এলাকায়ও নদীর ভাঙ্গন বৃদ্ধি পেয়েছে।। অসময়ে যমুনার তীব্র ভাঙ্গনে শুভগাছা এলাকার মানুষ আতংকগ্রস্ত হয়ে পড়েছে। শুভগাছায় ভেঙ্গে যাওয়া বাঁধের নিকটবর্তী এলাকার লোকজন ঘরবাড়ি ভেঙ্গে নিয়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছে। গত ৪৮ ঘণ্টায় প্রায় ১০০ পরিবার ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিয়েছে। ভাঙ্গন এলাকায় সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দীকা, কাজিপুর উপজেলার নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হামিদ রেজা, পিআইও একেএম শাহ আমল মোল্লা, ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান খোকা সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ পরিদর্শন করেছেন। পানি উন্নয়র বোর্ড ভেঙ্গে যাওয়া স্থানে বালুর বস্তা ফেলছেন। কাজিপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদর তালিকা তৈরী করে ক্ষতিপূরণ প্রদান করার জন্য পদক্ষেপ নেয়া হচ্ছে।
(রিপটঃ-টি এম কামাল)
No comments:
Post a Comment