Wednesday 10 May 2017

মুক্ত বাংলাঃ- কাজিপুরে ১০০ পরিবারের মধ্যে ৫ লাখ টাকা ও ২শ’ বান্ডিল ঢেউটিন বিতরণ করেন মোহাম্মদ নাসিম।


 বিস্তারিতঃ-  আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জের কাজিপুর সদর ইউনিয়নে অতি বর্ষণজনিত প্রাকৃতিক দুর্যোগে বন্যা নদী ভাঙ্গন ক্ষতিগ্রস্থ পরিবারের অনুকূলে আর্থিক সাহায্য ও পূর্নবাসনের লক্ষ্যে নগদ অর্থ ও ঢেউটিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ,স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন,
 প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতি করেন মানুষের কল্যাণ ও দুঃখী মানুষের সেবার জন্য। উন্নয়নের কথা বলে জনগণের সাথে প্রতারণা করার জন্য নয়। বর্তমান সরকার স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, বিদ্যুৎ, যোগাযোগ ও আর্থ-সামাজিক উন্নয়নমূল্য কাজে অধিক আন্তরিক হওয়ায় দেশ আজ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। খালেদা জিয়া নির্বাচনে চাচ্ছেন। নির্বাচন দেয়া হবে শেখ হাসিনার অধিনে, তবে তা ২০১৯ সালের একদিন আগেও না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যে ওয়াদা দেয় তা পূরণ করেন। খালেদা জিয়া সরকারের সময় দেশ জঙ্গিবাদে ছেয়ে গিয়েছিল। শেখ হাসিনার সরকার জঙ্গিদের দমন করে দেশে জঙ্গিবাদ নির্র্মূল করছেন।

 এ সময়   কাজিপুর উপজেলা চেয়ারম্যান মেজাম্মেল হক বকুল সরকারের সভাপতিত্বে  আরো বক্তব্য রাখেন ইউএনও শফিকুল ইসলাম, কাজিপুর সদর ইউপি চেয়ারম্যান টি এম আতিকুর রহমান নান্নু মাষ্টার সহ প্রমুখ। পরে ১০০টি পরিবারের মধ্যে ৫ লাখ টাকা ও ২শ’ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়। 






পেজ লিংকঃ-www.facebook.com/muktobangla.kazipur

No comments:

Post a Comment

অজ্ঞান পার্টির খপ্পরে কাজিপুরের ইজিবাইক চালক

                                       সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অনিক বাবু (২০) নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান করে মোবাইল ফোন ও বাইক...