বিস্তারিতঃ-বাংলাদেশ উপজেলা পরিষদ চেয়ারম্যান
অ্যাসোসিয়েশনের সভাপতি ও সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ
মোজাম্মেল হক সরকার বকুল বলেন, বাংলাদেশ কৃষিতে সবুজ বিপ্লব ঘটিয়ে চলেছে।
তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশের প্রত্যন্ত ও নদী শিকস্তি এলাকা কাজিপুরের
মরিচ এখন ইউরোপের বিভিন্ন দেশে যাবার ক্ষেত্র তৈরি হচ্ছে। এজন্য প্রয়োজনীয়
কৃষি উপকরণাদি সরকার সরবরাহ করছে। আজ কৃষকদের হাতে তুলে দেয়া হচ্ছে
সময়োপযোগী হ্যান্ড স্প্রেয়ার মেশিন। সেদিন আর বেশি দূরে নয় যেদিন
কাজিপুরের কৃষকদের উৎপাদিত নানা পণ্য ইউরোপের বাজার দখল করবে। বর্তমান
সরকার এলক্ষ্যে একজন কৃষককে নয় বরং কৃষক দলকে এখন থেকে অংশীদারিত্বের
ভিত্তিতে প্রয়োজনীয় কৃষি উপকরণাদি সরবরাহ করে চলেছে। কাজিপুর উপজেলা কৃষি
অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা
নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় উপজেলার ১৩টি কৃষক দলকে মোট ৭৮টি হ্যান্ড
স্প্রেয়ার মেশিন প্রদান করা হয়।
রিপটঃ-টি এম কামাল
No comments:
Post a Comment