Tuesday 30 August 2016

কাজিপুরে "বাংলা প্রাইমারি অ্যান্ড হাইস্কুল এতিম ফাউন্ডেশন"



#কাজিপুরের_সন্তান_মো:ইসমাইল হাসান সিরাজী' নিজ অর্থায়নে এতিম ছাত্র-ছাত্রী মাঝে প্রতি মাসে ১দিস্তা খাতা এবং একটি করে কলম তুলে দেন। তার এই ফাউন্ডেশনের নাম দিয়েছেন "বাংলা প্রাইমারী অ্যান্ড হাইস্কুল ইতিম ফাউন্ডেশন "।ইসমাইল সাহেবের এই ফাউন্ডেশনে বর্তমানে ছাত্র ছাত্রী সংখ্যা ৪৬০জন। প্রতিমাসে তিনি ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৬০ জন এতিম ছাত্র ছাত্রীর মাঝে ১টি করে কলম এবং ১দিস্তা খাতা কিনে দেন।কাজিপুরের প্রতিটি বিদ্যালয় ঘুরে ঘুরে তিনি এতিম ছেলে মেয়েদের খুজে বের করেন এবং প্রতিমাসে একবার করে সকল শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে নিজ হাতে তুলে দিয়ে আসেন কলম ও খাতা।
৫ বছর বয়সে ইসমাইল সাহেবের বাবা মারা যান।অনেক কষ্টে তার মা তাকে লেখাপড়া শেখান।ছোট বেলা থেকেই ইসমাইল সাহেবের ইচ্ছা বড় হয়ে এতিমদের জন্য কিছু করবেন।তাই কিছুটা হলেও চেষ্টা করছেন।
ইসমাইল সাহেব সামান্য বেতনে কোনাবাড়ী স্ট্রান্ডাট গ্রুপ গার্মেন্টস এ সাপ্লাই ওয়াশিং স্টোর বিভাগে চাকুরী করেন।প্রতি মাসে বেতনের কিছু টাকা এই এতিম ছাত্র ছাত্রীর জন্য খরচ করেন।
মুক্ত বাংলা কে তিনি জানান, আমার এই প্রচেষ্টা হয়তোবা অনেক ক্ষুদ্র। তবে আমি মনেকরি আমার এই প্রচেষ্টা দেখে সমাজের আরেক জন এতিম ছেলে মেয়েদের পাশে এগিয়ে আসবে।তখন দেখাযাবে এতিম ছেলে মেয়েদের লেখাপড়া আর বন্দহবেনা। ওরা ও সমাজের অন্যান্য ছেলে মেয়ের মত শিক্ষিত হতে পারবে।
গত ২৫/০৮/২০১৬ রোজ বুধবার তিনি শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এতিম ছাত্র ছাত্রী মাঝে খাতা কলম বিতরণ করেন।
((ছবিতে দেওয়া আছে))
মো:ইসমাইল হাসান সিরাজী,সিরাজগঞ্জ জেলার,কাজিপুর থানার,গান্ধাইল ইউনিয়নের উল্লাপাড়া গ্রামে বসবাস করেন।
তথ্য সংগ্রহ: মুক্ত বাংলা প্রতিনিধি
"আসুন আমরা সবাই মিলে এই পোষ্টটি শেয়ার করে অন্যজন কে এই রকম ভালো কাজের এগিয়ে আসতে উদ্ভূত করি"

No comments:

Post a Comment

অজ্ঞান পার্টির খপ্পরে কাজিপুরের ইজিবাইক চালক

                                       সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অনিক বাবু (২০) নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান করে মোবাইল ফোন ও বাইক...