Monday 22 August 2016

টাকা কামাইয়ের জন্য' চিকিৎসকরা অস্ত্রোপচারে সন্তান প্রসব করান বলে মন্তব্য করেছেন স্বাস্থমন্ত্রী জনাব মোহাম্মাদ নাসিম সাহেব।


বাংলাদেশে অস্ত্রোপচারে সন্তান প্রসবের প্রবণতা বাড়ার জন্য চিকিৎসকদের দোষারোপ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জনাব,মোহাম্মদ নাসিম। ‘সময় বাঁচাতে ও টাকা কামাইয়ের জন্য’ চিকিৎসকরা এটা করেন বলে মন্তব্য করেছেন তিনি।
বুধবার রাজধানীতে এক সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এটা এখন একটা ‘ফ্যাশন’ হয়ে গেছে।” তিনি বিশ্বাস করেন, “একবার অস্ত্রোপচারে সন্তান প্রসবে গেলে পরবর্তী সময়ও আপনাকে তা করতে হবে।”
বাংলাদেশে অপ্রয়োজনে অস্ত্রোপচারে সন্তান প্রসবের ঘটনা ঘটছে বলে বিশেষজ্ঞদের সমালোচনার মধ্যে মন্ত্রীর এই বক্তব্য এলো। তবে স্ত্রী ও প্রসূতিবিদরা সব সময় বলে আসছেন, অপ্রয়োজনে কখনও এ প্রক্রিয়ায় যান না তারা।
সর্বশেষ বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভেতে (বিডিএইচএস) দেখা গেছে, স্বাস্থ্য সেবা কেন্দ্রে সন্তান প্রসবের ২৩ শতাংশই অস্ত্রোপচারের মাধ্যমে।
এই হার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ করা সীমার থেকে বেশ বেশি। আন্তর্জাতিক সুপারিশ অনুযায়ী সন্তান প্রসবে মাত্র ১০ থেকে ১৫ শতাংশের ক্ষেত্রে অস্ত্রোপচারের কথা বলা হয়েছে।
বাংলাদেশে ওই জরিপে দেখা গেছে, বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে যেসব শিশুর জন্ম হয় তার ৮০ শতাংশই অস্ত্রোপচারের মাধ্যমে হয়ে থাকে।
সংগৃহীত
সূত্র:দৈনিক দর্পণ

No comments:

Post a Comment

অজ্ঞান পার্টির খপ্পরে কাজিপুরের ইজিবাইক চালক

                                       সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অনিক বাবু (২০) নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান করে মোবাইল ফোন ও বাইক...