Thursday, 18 August 2016

কিছুটা হলেও কমেছে কাজিপুরে যমুনা নদীরপানি
*************************************************************************************************

গতকাল থেকে আজ পর্যন্ত বৃদ্ধি পায়নি কাজিপুরে যমুনা নদীর পানি, ধারনা করা হচ্ছে কিছুটা হলেও বন্যার পানি কমতে শুরুকরেছে।তবে এই পানি হ্রাস পাওয়া পরিমান খুবই কম।
তাই এখনো প্রায় কয়েক হাজার পরিবার পানি বন্ধি অবস্থায় দূরভোগে সময় পার করছে।
মুক্ত বাংলা প্রতিনিধি
কাজিপুর,সিরাজগঞ্জ

No comments:

Post a Comment

অজ্ঞান পার্টির খপ্পরে কাজিপুরের ইজিবাইক চালক

                                       সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অনিক বাবু (২০) নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান করে মোবাইল ফোন ও বাইক...