মুক্ত বাংলা বিস্তারিতঃ-শুধু মাত্র এতিম ছেলে-মেয়েরা বিনা বেতনে শিক্ষা গ্রহন করতে পারবে এই ভিন্ন ধর্মি কিন্ডারগার্টেনে।
মোঃ শরিফুল ইসলাম সবুজ সাহেবের এই কিন্ডারগার্টেনের নাম "গ্রিন,স মর্নিং গ্লোরি একাডেমীর",বাঐখোলা,কাজিপুর,সিরাজগঞ্জ।
যে প্রতিষ্ঠানটির মাসিক আয় মাত্র (১৭০০০) সতের হাজার টাকা এবং শুধু মাত্র শিক্ষক বেতন বাবদ প্রতিমাসে ব্যায় (২৫০০০)পঁচিশ হাজার টাকা।

এই স্কুলের সকল ছাত্রছাত্রীকে একটি আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার সকল চেষ্টা করছেন তিনি।
তিনি মুক্ত বাংলা কে বলেন,
"১০ টাকা চুরি বা কুরিয়ে পাওয়ার চেয়ে ১ টাকা উপার্জন করে পাওয়া অধিক মূল্যবান"
আশুন আমরা তার এই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করিঃ-
পরিচালকের কিছু কথাঃ-
আমি মো:শরিফুল ইসলাম সবুজ। ((বাংলাদেশ সেনাবাহিনী)(প্রতিষ্ঠাতা পরিচালক এবং সহ সভাপতি) গ্রিন,স মর্নিং একাডেমি)
"শিক্ষার সর্বোচ্চ মান অর্জনই আমাদের লক্ষ্য"
প্রতিষ্ঠানের মূললক্ষ্যঃ-
উত্তরবঙ্গের বিশেষত সিরাজগ্জের কাজিপুর থানাধিন ছাত্র-ছাত্রীদের মান সমপন্ন শিক্ষা প্রদানের লক্ষ্য নিয়েই এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছি. সুপ্ত প্রতিভাকে খুঁজে বের করে তাদেরকে উপযোগী পরিবেশে পরিচর্যার মাধ্যমে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই হচ্ছে এর মূল লক্ষ্য। সে কারণে কেবল মাত্র বুদ্ধিবৃত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে শিশুর ব্যক্তিত্বের সুষম বিকাশের চেষ্টা করা হয়। আমাদের দৃঢ় বিশ্বাস, কঠোর শৃংখলা ও প্রতিযোগিতামূলক পরিবেশে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য উপযোগী হয়ে গড়ে উঠতে পারে এবং একজন সুশৃংখল নাগরিক হিসেবে বেড়ে উঠতে পারে। সেই লক্ষ্যে মেধার ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের ভর্তি করা হচ্ছে।
#আমি মনস্থ করেছি যে এতিম ছাত্র ছাত্রিদের বিনা বেতনে শিক্ষাদানে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবো যা ইতিমধ্যেই বাস্তবায়ন করেছি.
"এই প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য পাঁচটি মূলনীতি দ্বারা নিয়ন্ত্রিত "
১। যথোপযুক্ত পরিবেশে জাতীয় শিক্ষা বোর্ড প্রণীত সিলেবাস অনুযায়ী সকল স্তরের শিক্ষাদান।
২। ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে চিন্তা-চেতনা, পরামর্শ ও মতবিনিময়ের অবাধ যোগাযোগ গড়ে তোলা।
৩। নির্ধারিত পাঠ্যক্রম ছাড়াও সহপাঠ্যক্রমিক যেমন: সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলা কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুষম বিকাশে সাহায্য করা।
৪। শিক্ষার্থীরা যেন যোগ্য নাগরিক হিসেবে ভবিষ্যতে সকল ক্ষেত্রে মূল্যবান অবদান রাখতে পারে এবং জাতিকে গতিশীল নেতৃত্ব দান করতে পারে সে জন্য যুগোপযোগী সকল পদক্ষেপ ও ব্যবস্থা গ্রহণ।
৫। নৈতিক, সামাজিক, শারীরিক এবং বুদ্ধিবৃত্তিক বিকাশে শিক্ষার্থীর জন্য সুষম সুযোগ সৃষ্টি করা।
প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মো:শরিফুল ইসলাম সবুজ. প্রশাসনিক ক্ষমতার পরিধির মধ্যে এ প্রতিষ্ঠানটি পরিচালিত করবো। আরো আকর্ষন যে এমন দুইজন মানুষ পরিচালনা পর্ষদের সভাপতি এবং উদ্দোক্তা সদস্য মনোনীত। যাদের অবদানে কাজিপুরের উন্নত শিক্ষায় অসাভাবিক ভুমিকা রাখছে.
★★ আমি পরিচালক হিসাবে নিজেই প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য একটি স্থায়ী নীতিমালা বাস্তবায়ন করবো। আমি আশা করি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোছাঃ ছাবিনা ইয়াসমিন.(এমএ)।প্রাত্যহিক শিক্ষা কর্মকান্ড ও অন্যান্য বিষয়াবলি তদারকি করবেন।
মাধ্যমিক শিক্ষাবোর্ড, রাজশাহী এর নীতিমালা অনুযায়ী পরিচালনা পর্ষদ গঠিত করেছি৷

১।মো:আশরাফুল আলম. ইউপি চেয়ারম্যান গান্ধাইল, কাজিপুর. (সভাপতি)
২।মো:শরিফুল ইসলাম সবুজ.বাংলাদেশ সেনাবাহিনী .(প্রতিষ্ঠাতা পরিচালক এবং সহ সভাপতি.)
৩।মো:সাইদুল ইসলাম. কাজিপুর থানা আওয়ামি লীগ সেক্রেটারি.( প্রাধান উদ্দোক্তা সদস্য )
৪।মো: আ:সামাদ মাষ্টার. (সদস্য )
৫।মো:শাহ আলম মাষ্টার (সদস্য )
৬।মো: মোহাম্মদ আলী জিন্নাহ মাষ্টার (সদস্য )
৭।মো:ওসমান গনি(অভিবাবক সদস্য )
৮।মো: বেল্লাল হোসেন (অভিবাবক সদস্য )
৯।মো:আ: সাত্তার সরকার (জমিদাতা সদস্য )
১০।শ্রী বিধান দাস (শিক্ষক প্রতিনিধি সদস্য )
১১।মোছা: শিল্পী খাতুন (শিক্ষক প্রতিনিধি সদস্য )
১২।মোছা:ছাবিনা ইয়াসমিন (উপ সচিব )
#ভর্তি_পদ্ধতিঃ
১।নার্সারিঃ
প্রতিবছর সাড়ে চার বছর থেকে পাঁচ বছর বয়সের শিশু শিক্ষার্থী নার্সারিতে মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রতিযোগিতার ভিত্তিতে ভর্তি করা হয়।
২।১ম থেকে ৫ম শ্রেণীঃ
শিক্ষার মুলনিতিকে স্মরন করে ভর্তি করা হবে.
বেতন ও পরিবহণ ভাড়া পরিশোধ নীতিমালাঃ-
★বকেয়া পাওনা/মাসিক বেতন/পরিবহন ভাড়া চলতি মাসের ১ হতে ১০ তারিখ পর্যনত্ম নার্সারি থেকে পঞ্চম শ্রেণি, প্রতি মাসে বেতন বই পূরণ করে ফরম শিক্ষক/শিক্ষিকার মাধ্যমে হিসাব সহকারীর কাছে জমা করার ব্যাবস্তা করবো৷
পোশাক পরিচ্ছদঃ-
ছাত্র-ছাত্রীরা অবশ্যই প্রতিষ্ঠান নির্দেশিত ও নির্ধারিত পোশাক সুচারুভাবে পরিধান করবে। গ্রীষ্মকালিন এবং শিতকালিন পোশাক পরিধানের সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে যথাসময়ে জানানো হবে।
ভর্তি চলিতেছে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত.
পরিচালকের সাথে যোগাযোগঃ-
মো:শরিফুল ইসলাম সবুজ।
মোবাইলঃ-01771104179
মেইলঃ-sharif1228cdo@gmail.com.
"মুক্ত বাংলা"
কাজিপুরের অজানা আরো তথ্য জানতে লাইক দিন মুক্ত বাংলা ফেসবুক পেজে।
আপনার চারপাশের ঘটে যাওয়া তথ্য,ছবি আমাদের কে মেসেজ করুন।প্রচার যোগ্য হলে আমরা প্রচার করব।
"মুক্ত বাংলা"
জানতে চাই,জানাতে চাই
No comments:
Post a Comment