সীমানাঃ- উত্তরে কাজিপুর সদর ইউপি ও চালিতাডাঙ্গা ইউপি, পূর্বে তেকানী ও কাজিপুর সদর ইউপি, দক্ষিণে গান্ধাইল ইউপি এবং পশ্চিমে চালিতাডঙ্গা ও গান্ধাইল ইউপি
জেলা সদর হতে দূরত্বঃ-২৫ কিঃমিঃ।
আয়তনঃ-৫.৭৩ বর্গ কিলোমিটার।
জনসংখ্যাঃ-১৫,৯১৩জন (পুরুষ : ৮,৩৮৬ জন, মহিলা : ৭,৫২৭ জন)।
বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হারঃ-১.৩%
মোট পরিবার(খানা)ঃ-৩,৩৭০ টি।
লোক সংখ্যার ঘনত্বঃ-১,৮৪৮ (প্রতি বর্গ কিলোমিটারে)।
মোট ভোটার সংখ্যাঃ-৯,৮৯৪ জন(পুরুষ : ৪,৫৪০ জন, মহিলা : ৫,৩০০ জন)।
নির্বাচনী এলাকাঃ-৬২ সিরাজগঞ্জ-১(কাজিপুর)।
গ্রামঃ-৭ টি।
মৌজাঃ-৫ টি।
পৌরসভাঃ-০১ টি।
এতিমখানা বে-সরকারীঃ-২ টি।
মসজিদঃ-১৪ টি।
মন্দিরঃ-৪ টি।
সুত্রঃbangladesh national web
No comments:
Post a Comment