Tuesday, 25 April 2017

মুক্ত বাংলাঃ কাজিপুরে খাসরাজবাড়ী ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

আবদুল জলিলঃ  কাজিপুরের ৭নং খাসরাজবাড়ী ইউনিয়নে গতকাল ২০১৭-২০১৮ অর্থ বছরের ৮৮৯৩৫০০ টাকার বাজেট ঘোষণা করেন ইউপি সচিব হেলাল উদ্দিন। ইউনিয়ন পরিষদ গর্ভাননেন্স প্রজেক্টের অর্থায়নে ও খাসরাজবাড়ী ইউপির আয়োজন করে।  বাজেটে মোট আয় ধরা হয়েছে ৮৯৬৭০০০ টাকা। রাজস্ব তহবিলে উদ্বৃত্ত ধরা হয়েছে ৭৩৫০০ টাকা। ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী-এর সভাপতিত্বে এই উন্মুক্ত বাজেট ঘোষণা করেন সচিব হেলাল উদ্দিন। এই উন্মুক্ত বাজেট আলোচনায় অংশ গ্রহন হরেন  খাসরাজবাড়ী ইউপি’র সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক মাষ্টার, খাসরাজবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহুরুল ইসলাম মাষ্টার, প্যানেল চেয়ারম্যান বকুল মিয়া, ইউপি সদস্য শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খাসরাজবাড়ী ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী বলেন, ইউনিয়ন পরিষদের উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন। জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করে পরিষদের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তিনি সকলের প্রতি আহবান জানান। তিনি আদর্শ ইউনিয়ন পরিষদ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

No comments:

Post a Comment

অজ্ঞান পার্টির খপ্পরে কাজিপুরের ইজিবাইক চালক

                                       সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অনিক বাবু (২০) নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান করে মোবাইল ফোন ও বাইক...