Friday 17 May 2019

অর্থের অভাবে হার্টের চিকিৎসা করাতে পারছেন না, কাজিপুরের সন্তান মোঃ জহুরুল ইসলাম (মন্টু)!!!



অর্থের অভাবে হার্টের চিকিৎসা করাতে পারছেন না, কাজিপুরের সন্তান মোঃ জহুরুল ইসলাম (মন্টু)!!! 
বিস্তারিত_পড়ুন :-মোঃ জহুরুল ইসলাম (মন্টু), বাবা মৃত আলতাফ হোসেন, গ্রাম বিয়াড়া চরপাড়া,কাজিপুর সিরাজগঞ্জ। ছবি দেখে বা নাম শুনে অনেকেই হয়তো চিনে ফেলেছেন এই মানুষটিকে।
ছোট বেলায় বাবা কে হারিয়ে, সংসারে হাল ধরেন মন্টু,মেধাবী ছাত্র হয়েও লেখাপড়া শেষ করতে পারেনি মন্টু।শুরু করেন প্রাইভেট পড়ানো।
বাড়ি বাড়ি গিয়ে ছাত্র পড়ানোই ছিল তার পেশা। ভালোই চলছিল তার জীবন, অল্প টাকা রোজগার করলেও সে তাতেই সুখী ছিল।চলে যাচ্ছিলো তার দিন।
তাকে দেখে হাসিখুশি মানুষ মনে হলেও,তার শরীরে বসবাস করছে বিরাট এক অসুখ। বাতজ্বর থেকে তার হার্টের একটি বাল্ব অনেক আগেই নষ্ট হয়ে গেছে।ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় তিনি চিকিৎসা করে অনেক দিন যাবত মৃত্যু সাথে যুদ্ধ করে বেঁচে আছেন।
বর্তমানে তার হার্টের অপর বাল্ব টির অবস্থা খুবই দূর্বল। সে এখন তার স্বাভাবিক কাজকর্ম,চলাচলে বাঁধার সম্মুখীন। সারাদিন শুয়ে-বসে মৃত্যুর সাথে লড়াই করে দিন পার করছে এই অসহায় মানুষটি।
ইতিমধ্যেই তিনি ঢাকার হার্ট ফাউন্ডেশন সহ দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন,তবে তাতে তেমন কোন উন্নতি হয়নি তার শরীরের।দীর্ঘদিন যাবত চিকিৎসা করে অনেক টাকা ব্যায় করেছেন তিনি।
বর্তমানে তিনি নিঃস্ব!প্রতিদিনের ঔষধের টাকা যোগার করা তার জন্যে এখন অনেক কঠিন হয়ে পড়েছে।
তবে তিনি আমাদের মতো বাঁচতে চায়।তার ইচ্ছা তিনি উন্নত চিকিৎসা করাবেন। অনেক ডাক্তার তাকে ভারতের গিয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছেন। তিনিও স্থির করেছে ভারতের মাদ্রাজ গিয়ে চিকিৎসা করাবেন। মৃত্যুর আগে হয়তোবা, বাঁচার আরো একটি স্বপ্ন দেখছেন অসহায় মন্টু।
আসুন আমরা সবাই মিলে অসহায় মন্টু ভাইয়ের স্বপ্নটা পুরণের চেষ্টা করি!!মন্টু এখন রোজ নিজেকে বাঁচাতে চিঠি লিখেন।মানুষের সাহায্যের জন্য চিঠি লিখে পাঠিয়ে দিচ্ছেন পরিচিত মানুষ গুলোকে।একটাই আসা তিনি আরো কিছুদিন সুস্থ ভাবে এই সুন্দর পৃথিবীতে বাঁচতে চান।
অসুস্থতার কারনে তার স্ত্রী তাকে ফেলে চলতে গেছেন। রেখে গেছেন ৫ বছরের একটি ছেলে।এখন ঐ ছেলের একমাত্র ভরসা তার বাবা মন্টু।ছেলেটির নাম রিয়াদ।মন্টুর ভাষায় "আমি আমার রিয়াদের জন্য বাঁচতে চাই,ওর মা নেই আমিই ওর একমাত্র সম্বল"।
আসুন আমরা এই অসহায় মানুষটির জন্য এগিয়ে আসি।
ভারতের চিকিৎসার জন্য তার পাঁচ লক্ষ টাকা প্রয়োজন। সমাজের অনেকেই মন্টু কে সাহায্যের জন্য হাত বাড়িতে দিয়েছেন। আসুন আমরাও তার জন্য যতটুকু সম্ভব ততটুকু আর্থিক সাহায্য করি।সবাই মিলে আর্থিক সাহায্য করলে তিনি অবশ্যই উন্নত চিকিৎসা করাতে পারবেন। তার হাতে সময় খুবই কম, রোজার ঈদের পরেই তাকে ভারতের উন্নত চিকিৎসার জন্য যেতে হবে।
আমাদের কাজিপুরের সন্তান, আসুন আমরা তার চিকিৎসার খরচ যোগাতে এগিয়ে আসি। সামনে পবিত্র রমজান মাস এ মাসে আমরা তো মানুষকে কে এমনিতেই অনেক সাহায্য করেথাকি, এবার না হয় এই অসহায় ব্যাক্তিটিকে সাহায্য করবো।
#যোগাযোগ :-
মোঃ জহুরুল ইসলাম (মন্টু) 
বিয়াড়া চরপাড়া,কাজিপুর সিরাজগঞ্জ
মোবাইল নং :- ০১৭৪৪-৫৪৬৮৪২/০১৩০৯৬৩১০১০
#টাকা_পাঠানোর_ঠিকানা :-
ডাচ্ বাংলা ব্যাংক
এজেন্ট ব্যাংকিং একাউন্ট, আলমপুর চৌরাস্তা শাখা,কাজিপুর, সিরাজগঞ্জ।
A/C Name: মোঃ জহুরুল ইসলাম। 
A/C Number :7017513508381.
(বিঃদ্রঃ টাকা পাঠানোর পূর্বে দয়াকরে ফোনে কথা বলে নিবেন)
রিপট করেছেন:-
(মুক্ত বাংলা প্রতিনিধি)
মুক্ত বাংলা 
"জানতে চাই,জানাতে চাই"

No comments:

Post a Comment

অজ্ঞান পার্টির খপ্পরে কাজিপুরের ইজিবাইক চালক

                                       সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অনিক বাবু (২০) নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান করে মোবাইল ফোন ও বাইক...