Wednesday 24 May 2017

মুক্ত বাংলাঃ- গরম নিয়ে ফান!!-এই তীব্র গরমে কী করতে পারেন, তা এবার দেখে নেওয়া যাক—

 


v আইসক্রিম বিক্রির ব্যবসা করতে পারেন। যা গরম পড়েছে, তাতে কয়েকদিনে এ ব্যবসায় লাখপতি হয়ে যেতে পারবেন। তবে কেউ যদি আইসক্রিম বিক্রির ব্যবসা করতে যেয়ে নিজেই সব আইসক্রিম খেয়ে ফেলেন, তাহলে কিন্তু এর দায়ভার কেউ নেবে না!


v যারা চাকরিজীবী, তারা অফিসে যাওয়া ও আসার সময় লেবুর শরবত বিক্রি করতে পারেন। এর ফলে অফিসও করা হলো আবার শরবত বিক্রির মাধ্যমে বাড়তি কিছু টাকাও ইনকাম করা হলো।


v রিকন্ডিশন এসি বিক্রির ব্যবসা করা যেতে পারে। কমদামে নষ্ট এসি কিনে, ঠিকঠাক করে তা বাজারের থেকে কম দামে বিক্রির ব্যবসা করা যেতে পারে। এই গরমে সস্তায় এসি পেয়ে, অনেকেই রিকন্ডিশন এসি কিনে ফেলতে পারে।


v রাতের বেলা চুপ করে বিভিন্ন ডাব গাছ থেকে ডাব পেরে, তা পরেরদিন বিক্রি করা যেতে পারে। আর এই গরমে প্রতি পিস ডাবের দাম কমপক্ষে হলেও ৩০-৫০ টাকা। একাজে ১০০% লাভ নিশ্চিত। ডাব চুরি করতে গিয়ে ধরা পড়লে ঠাট্টা মোটেও দায়ী নয়!

No comments:

Post a Comment

অজ্ঞান পার্টির খপ্পরে কাজিপুরের ইজিবাইক চালক

                                       সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অনিক বাবু (২০) নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান করে মোবাইল ফোন ও বাইক...