Tuesday 16 May 2017

মুক্ত বাংলাঃ-কাজিপুরে ২৮ ধান কোনরকম ভাবে ঘরে আসলে ও ২৯ ধান পানিতে !!


মুক্ত বাংলা বিস্তারিতঃ-যমুনায় পানি বৃদ্ধি পাওয়ায় ও প্রতিদিনের ঝড় বৃষ্টির কবলে পড়ে সিরাজগঞ্জের কাজিপুরের ইরি-বোরোধান চাষীদের মাজা ভেঙ্গে গেছে।
যমুনা নদীর পানি আকস্মিক বৃদ্ধি পাওয়ায় ধান তলিয়ে গেছে, অবশিষ্ট ধান বৃষ্ঠি ও ঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় চাষিরা লোকসানের কবলে পড়েছে।

সার, কীটনাশক ব্যতিরেকে বিনা চাষে রোপন, খেতে সুস্বাধুসহ নানাবিদ অনুন্না বৈশিষ্টোর কারণে ইরি ধান চাষ কাজিপুরে ইতিমধ্যে খুব সমাদৃত হয়েছে।
গত কয়েক দিনের বৃষ্টির কারনে ২৯ নং ধানের জমিতে পানি জমে গেছে।যে কারনে কৃষকরা ধান কাটতে পারছেন না।এতে ক্ষতির কবলে কাজিপুরের কৃষকরা।

No comments:

Post a Comment

অজ্ঞান পার্টির খপ্পরে কাজিপুরের ইজিবাইক চালক

                                       সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অনিক বাবু (২০) নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান করে মোবাইল ফোন ও বাইক...