Sunday 7 May 2017

মুক্ত বাংলাঃ-এক নজরে কাজিপুরের এস এস সি ফলাফল জেনেনিন।



মুক্ত বাংলা নিজস্ব প্রতিনিধিঃ-নিজেদের প্রথম স্থান ধরে রেখেছে গান্ধাইল উচ্চ বিদ্যালয়,তার সাথে এগিয়ে আছে তারাকান্দি উচ্চ বিদ্যালয়,দিনে দিনে পিছিয়ে পড়ছে কাজিপুর রানী দিনমনি বহুমুখী উচ্চ বিদ্যালয় আবার ও সম্ভাবনার মুখে মেঘাই ই. ইউ. আই উচ্চ বিদ্যালয়।

১।গান্ধাইল রতনকান্দি ইউনিয়ন আলী আহমেদ উচ্চ বিদ্যালয় –
***GPA5- ৮১জন ।
**Pass-২০৬ জন।
*পরীক্ষার্থী-২০৮ জন।

২।তারাকান্দি উচ্চ বিদ্যালয়-
***GPA5- ৪৪জন ।
**Pass-১০৩জন।
*পরীক্ষার্থী-১০৪ জন।

৩।মেঘাই ই. ইউ. আই উচ্চ বিদ্যালয়-
জেনারেল_শাখা
***GPA5- ১৬ জন ।
**Pass-৭১ জন।
*পরীক্ষার্থী-৭৩ জন।
 
কারিগরী_শাখা
***GPA5-৫ জন।
৪।শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয়-
***GPA5- ১১ জন ।
**Pass-১২২জন।
*পরীক্ষার্থী-১৩২ জন।

৫।কাজিপুর রানী দিনমনি বহুমুখী উচ্চ বিদ্যালয়-
***GPA5- ১০ জন ।
**Pass-৭৭জন।
*পরীক্ষার্থী-৭৯ জন

৬।চালিতাডাঙ্গা বি.বি.এন বহুমুখী উচ্চ বিদ্যালয়-
***GPA5- ৯ জন ।
**Pass-৮৯ জন।
*পরীক্ষার্থী- ৯২ জন।

৭।নাটুয়ার পাড়া কে.বি বহুমুখী উচ্চ বিদ্যালয়-
***GPA5- ৩ জন ।

৮।সোনামুখী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়-
***GPA5- ০ জন ।
**Pass-৮৭ জন।

৯।হড়িনাথপুর উচ্চ বিদ্যালয় -
***GPA5- ৬ জন।
**Pass-১৬৯ জন।
*পরীক্ষার্থী- ১৮৫ জন।

তথ সংগ্রহঃ মোঃ শফিকুল ইসলাম
মুক্ত বাংলা
জানতে চাই,জানাতে চাই
কাজিপুরের সকল খবর সবার আগে।
লাইক দিয়ে এক্টিভ থাকুন মুক্ত বাংলার সাথে।
বিঃদ্রঃ কাজিপুরের অন্যান্ন স্কুল গুলোর ফলাফল যদি আপনারা জানেন তাহলে আমাদের জানাতে পারেন।ইনবক্স বা কমেন্টে।

No comments:

Post a Comment

অজ্ঞান পার্টির খপ্পরে কাজিপুরের ইজিবাইক চালক

                                       সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অনিক বাবু (২০) নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান করে মোবাইল ফোন ও বাইক...