বিস্তারিতঃ-খাদ্যে বিষক্রিয়ায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক ও একজন নার্সের মৃত্যু হয়েছে।
গত কাল মঙ্গলবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন অবস্থায় ওই দুইজনের মৃত্যু হয়।
তারা হলেন- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান (৪২) এবং একই হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জোবেদা খাতুন (৪৫)।
সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মঞ্জুর রহমান শেখ খাদ্যে বিষক্রিয়ায় ওই দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিনিয়র স্টাফ নার্স রাত পৌনে ৯টায় এবং লাইফ সার্পোটে থাকা চিকিৎসক মনিরুজ্জামান রাত ১০টার দিকে বগুড়ার ওই হাসপাতালে মৃত্যুবরণ করেন। একই হাসপাতালের উচ্চমান সহকারী হিসাবরক্ষক গুরুতর অব্স্থায় বগুড়া শমিজেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সিভিল সার্জন মনজুর রহমান শেখ আরও জানান, মঙ্গলবার বিকেল ৩টার দিকে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান এবং সিনিয়র স্টাফ নার্স জোবেদা খাতুন একই হাসপাতালের উচ্চমান সহকারী-কাম-হিসাব রক্ষক আলমগীর হোসেনের বাড়িতে দুপুরের খাবার খান। তাদের খাবারে ভাতের সাথে কাাঁচা কাঠালের তরকারিসহ তিনটি তরকারি ছিল।
তিনি জানান, ওই খাবার খেয়ে হঠাৎ তিনজনই অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে তাদেরকে কাজিপুর উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
সিভিল সার্জন জানান, এরপর বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নার্স জোবেদা রাত পৌনে ৯টার দিকে মারা যান। লাইফ সাপোর্টে থাকা কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান রাত ১০টার দিকে মারা যান। ফরিদুজ্জামান ২৯তম বিসিএসে সরকারি চিকিৎসক হিসেবে নিযুক্ত হন। তার পরিবারের সদস্যরা বর্তমানে ঢাকায় আছ
No comments:
Post a Comment