Friday 21 April 2017

সিরাজগঞ্জ,কাজিপুরের যমুনা নদীর ভাঙ্গন প্রতিরোধের স্থায়ী ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিলেন- ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।


মুক্ত বাংলা বিস্তারিতঃ  গতকাল শুক্রবার সকালে স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম সাহেব কাজীপুরে আর আই এম ডিগ্রী কলেজের এবং সীমান্ত বাজারে আইএইচটি ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন।পরে পবিত্র জুমার নামায আদায় করেন সীমান্ত বাজার জামে মসজিদে। সেখানে তিনি মুসুল্লীদের সাথে কুশল বিনিময় করে সীমান্ত বাজারে নার্সিং কলেজ স্থাপন এবং যমুনা নদীর ভাঙ্গন প্রতিরোধের স্থায়ী ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন।
এরপর সিরাজগঞ্জ সার্কিট হাউসে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে জেলার সার্বিক উন্নয়ন বিষয়ক মত বিনিময়সভায় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী জনাব অালহাজ মোহাম্মদ নাসিম সাহেব বলেন,
সংবিধানে নিরপেক্ষ সরকার বলে কিছু নেই। এ দেশে আর কোন দিন অনির্বাচিত সরকারের অধিনে নির্বাচন হবে না। বিএনপিকে চক্রান্ত ষড়যন্ত্রের পথ পরিহার করে সুষ্ঠু নির্বাচনের পথে ফিরে আসার আহবান জানিয়ে তিনি আরো বলেছেন কোন চক্রান্তই সফল হবে না।
নির্বাচনে বিজয়ের জন্য হেফাজতের সাথে সরকারের সখ্যতা বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এও বলেছেন- আওয়ামীলীগ তার দলীয় নীতি আদর্শ নিয়ে জনগণের জন্য কাজ করে যাচ্ছে। হেফাজতের সাথে আওয়ামীলীগের নীতি আদর্শের কোন মিল নেই। বরং বিএনপি হেফাজতকে কাজে লাগিয়ে ষড়যন্ত্রের পথে পা দিয়েছিল।
কোন দল নির্বাচনে এলো কী না এলো তা দেকার কোন সুযোগ নেই। এদেশের মানুষ আর হরতালের নামে অরাজকতা ও অশান্তি চায় না। তিনি শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ সার্কিট হাউসে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে জেলার সার্বিক উন্নয়ন বিষয়ক এক মত বিনিময় সভায়। সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেছেন।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে উন্নয়ন বিষয়ক সভায় পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, সিভিল সার্জন ডাঃ মনজুর রহমান, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য, পৌরসবার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, পল্লী বিদ্যুতের জিএম আজাহার আলী, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পিডি ডাঃ বাকির হোসেন, গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম, স্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক শাহিন হাসান সহ জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ মত বিনিময় সভায় নিজ নিজ দপ্তরের উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরেন। সবা সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)শামীম আলম ।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জঙ্গী দমন এবং দেশের সার্বিক উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সফলতার কথা উল্লেখ করে স্বাস্থ্য সেবা, বিদ্যুত, শিক্ষা, সার বীজসহ কৃষি এবং খাদ্য উৎপাদনে বাংলাদেশের সফলতা বিশ্বে প্রশংসিত হয়েছে উল্লেখ করে বলেছেন- আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানুষের সাথে ভাল াআচরণ ও মন জয় করেই আওয়ামীলীগ আবার বিজয় লাভ করবে। শেখ হাসিনা উন্নয়নের নেত্রী উলে¬খ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়নে প্রশংসা করেছে। ছিটমহল উদ্ধার, পদ্মাসেতু নির্মাণ, বিদ্যুৎ উদপাদনসহ সকল ক্ষেত্রেই উন্নয়নের মডেল এখন বাংলাদেশ।

মুক্ত বাংলা
কাজিপুরের কথা বলে
লাইক দিন আপনাদের কাজিপুরের আঞ্চিক পেজে।

লিংকঃ
-www.facebook.com/muktobangla.kazipur

No comments:

Post a Comment

অজ্ঞান পার্টির খপ্পরে কাজিপুরের ইজিবাইক চালক

                                       সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অনিক বাবু (২০) নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান করে মোবাইল ফোন ও বাইক...