চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা। কাজিপুরের ২নং চালিতাডাঙ্গা ইউনিয়নের
২০১৭-২০১৮ অর্থ বছরের ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
গত রবিবার ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ১ কোটি ২০ লাখ ৪২ হাজার টাকা এবং
মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা। রাজস্ব তহবিলে উদ্বৃত্ত
ধরা হয়েছে ৯২০০০ টাকা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল,
পরিষদ কার্যালয়ে (গ্রোথ-সেন্টার) এই উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। এই
উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে সিরাজগঞ্জের স্থানীয় সরকারের উপ-সচিব আবু নূর মোঃ
শামসুজ্জামান, ইউএনও শফিকুল ইসলাম, ট্যাগ অফিসার কল্যাণ প্রসাদ পাল, ইউপি
সচিব রফিকুল ইসলাম, সাংবাদিক টি এম কামাল, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক,
আব্দুল কুদ্দুস, মোকলেছুর রহমান, আমিনা খাতুন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ
উপস্থিত ছিলেন।
Subscribe to:
Post Comments (Atom)
অজ্ঞান পার্টির খপ্পরে কাজিপুরের ইজিবাইক চালক
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অনিক বাবু (২০) নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান করে মোবাইল ফোন ও বাইক...
-
বাংলাদেশ প্রাইমরী এন্ড হাইস্কুল এতিম ফাউন্ডেশনের নতুন খাতা তৈরি করেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক গার্মেন্টস শ্রমিক মোঃ ইসমাইল হ...
-
আজ পবিত্র জুম্মাবার।।। ....人 .. ( ◎ ) ..║∩║____ 人 ..║∩║_ .-:'''"''";-. ..║∩║ (*(*(*|*)*)*) ..║∩║∩∩...
-
ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে এ গ্রুপটি প্রতিবেশ, পরিবেশের বিভিন্ন দৃশ্যপট তুলে ধরার পাশাপাশি সমাজ সচেতনতামমূলক কাজ করে যাচ্ছে। এ ব্য...
No comments:
Post a Comment