কাজিপুরের সামাজিক সংগঠন "ভয়েস অব কাজিপুর" এর আয়োজনে নির্যাতিত অসহায় রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের উখিয়াতে পাঁচ শতাধিক রোহিঙ্গা শরনার্থীদের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।ত্রাণের মধ্যে ছিল চাল,ডাল,তেল,লবন,আলু,পেয়াজ ইত্যাদি।এসময় "ভয়েস অব কাজিপুর" এর প্রধান উপদেষ্টা প্রকৌশলী সাখাওয়াত হোসেন সহ অন্যান্য উপদেষ্টা যথাক্রমে প্রকৌশলী নুরুল হুদা পান্টু,এস এম তপন মাহমুদ,তৌহিদুল ইসলাম সেন্টু,ডাঃ শাহীন রেজা এবং সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম মিন্টু ও সভাপতি আশকার পাইন উপস্থিত ছিলেন।সংগঠনের উপদেষ্টা এস এম তপন মাহমুদ জানান,"মানবতার টানে উখিয়াতে রোহিঙ্গাদের পাশে এসে দাঁড়িয়েছে ভয়েস অব কাজিপুর",ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা প্রদাণ অব্যাহত থাকবে।
নির্যাতিত অসহায় মুসলিম রোহিঙ্গা শরনার্থীদের পাশে এসে দাঁড়ানো সকল সরকারী বেসরকারি প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন,"দয়া করে সামর্থবানেরা এই মানবিক বিপর্যয়ে এগিয়ে আসুন,বিশৃংখলভাবে ত্রাণ বিতরণ না করে প্রশাসনের মাধ্যমে ত্রাণ বিতরণ করুন"।
মুক্ত বাংলা ফেসবুকপেইজঃ-https://www.facebook.com/muktobangla.kazipur/
No comments:
Post a Comment